বিয়ে করতে চলেছেন অর্জুন কপূর?

নাহ্! বিয়ের জন্য এখনই পুরোটা তৈরি নন অর্জুন কপূর! তবে, অন্তত অর্ধেকটা তো বটেই! ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছেন তিনি! এ কথা নিজেই বলছেন নায়ক! খামোখা কেন বিয়ে নিয়ে মুখ খুললেন অর্জুন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৫ ১১:৩৭
Share:

নাহ্! বিয়ের জন্য এখনই পুরোটা তৈরি নন অর্জুন কপূর! তবে, অন্তত অর্ধেকটা তো বটেই! ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছেন তিনি! এ কথা নিজেই বলছেন নায়ক!

Advertisement

খামোখা কেন বিয়ে নিয়ে মুখ খুললেন অর্জুন? এ বছরের বিয়ের মরসুমে প্রথমে শহিদ কপূর, তার পর হরভজন সিংহর বিয়ে কি কোনও ভাবে নাড়া দিল তাঁকে?

সে কথা ভাল জানেন অর্জুন নিজে! তবে, যে দিন থেকে আর বাল্কির ‘কি অ্যান্ড কা’ ছবিতে হাউজ-হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করছেন, সে দিন থেকেই বিয়ে নিয়ে নানা কথা শোনা যাচ্ছে তাঁর মুখে! এর আগে যেমন বলেছেন, বিয়ের পর হাউজ-হাজব্যান্ড হতে তাঁর কোনও আপত্তি নেই! ব্যাপারটার মধ্যে নেতিবাচক কিছু দেখেন না তিনি!

Advertisement

আর এ বারে বিয়ে নিয়ে কী বললেন অর্জুন?

“বিয়ের জন্য আমি তৈরি! তবে পুরোপুরি নই, অর্ধেকটা! আপাতত আমি একাই আছি! মেয়েদের সঙ্গে আলাপ করতে চাই! একটু সময় কাটাতে চাই তাদের সঙ্গে। তার পর যাকে মনে ধরবে, তার সঙ্গে ঘর বাঁধব! থিতু হতে তাই একটু সময় লাগবে! তত দিনে আশা করি, কেরিয়ার আর ব্যক্তিগত জীবনের মধ্যে কী ভাবে ভারসাম্য রাখতে হয়, সেটাও শিখে যাব”, স্বীকারোক্তি অর্জুনের!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement