‘প্রতি রাতে আমি নগ্ন হয়ে ঘুমোই’

‘প্রতি রাতে আমি নগ্ন হয়ে ঘুমোই। এটা আমার ভাল লাগে।’ না! কোনও মহিলা নন। এই বক্তব্য এক পুরুষের। ব্লাইন্ড গেস করুন তো, তিনি কে হতে পারেন? তিনি হলেন অভিনেতা জন আব্রাহাম। সম্প্রতি এই স্বীকারোক্তি করেছেন নায়ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৬ ১৪:০৩
Share:

‘প্রতি রাতে আমি নগ্ন হয়ে ঘুমোই। এটা আমার ভাল লাগে।’

Advertisement

না! কোনও মহিলা নন। এই বক্তব্য এক পুরুষের। ব্লাইন্ড গেস করুন তো, তিনি কে হতে পারেন?

তিনি হলেন অভিনেতা জন আব্রাহাম। সম্প্রতি এই স্বীকারোক্তি করেছেন নায়ক।

Advertisement

কী বলেছেন তিনি?

জনের কথায়, ‘‘নিজের ঘরে জামা-কাপড় পড়ে কেন শোব? নগ্ন হয়ে ঘুমোনো আমার কাছে দারুণ আরামের। এটা অনেকটা ফ্রিডম অফ মুভমেন্ট।’’

ইন্ট্রোভার্ট জনের সাম্প্রতির এক সাক্ষাত্কার দেখে বেশ চমকে উঠেছে বি-টাউন। সেখানে শেয়ার করেছেন আরও এক অজানা কাহিনি। এক বার হল্যান্ডে শুটিং করতে গিয়ে একদল মহিলা ভক্তের কবলে পড়েছিলেন তিনি। তাঁদের মধ্যে এক জন নাকি জনের শার্টের ভিতর হাত ঢুকিয়ে নখ দিয়ে আঁচড়ে দিয়েছিলেন। কেন জানেন? জনের শরীরের একটুকরো চামড়া পেতেই নাকি এই কাণ্ড করেছিলেন তিনি!

আরও পড়ুন, বিবাহ বিচ্ছেদের খবর উড়িয়ে দিলেন জন আব্রাহাম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন