‘প্লেন কিনতে চাই, কিন্তু টাকা নেই’

প্লেন কিনতে চান শাহরুখ কান। কিন্তু টাকার অভাবে নাকি সেই সাধ পূরণ হচ্ছে না বলি‌-বাদশার। একথা জানিয়েছেন খোদ এসআরকে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৫১
Share:

প্লেন কিনতে চান শাহরুখ কান। কিন্তু টাকার অভাবে নাকি সেই সাধ পূরণ হচ্ছে না বলি‌-বাদশার। একথা জানিয়েছেন খোদ এসআরকে!

Advertisement

সত্যিই কি তাই? শাহরুখ খানের টাকার অভাব?

শাহরুখের কথায়, ‘‘আমি সময় বাঁচাতে প্রাইভেট প্লেনে যাতায়াত করতে চাই। এতে অনেক বেশি কাজ করতে পারব। কিন্তু আমার সব টাকা ছবিতে ঢেলে দিয়েছি। তাই থাকলেও প্লেন কিনতে পারছি না।’’

Advertisement

সামনেই ‘ফ্যান’ এবং ‘রইস’ দু’টো বিগ বাজেটের ছবি মুক্তি পাবে শাহরুখের। তাঁর এই ইচ্ছেপূরণ না হওয়ার কাহিনি বি-টাউনকে ভাবাচ্ছে কি? কোনও কোনও মহলের মতে, সত্যিই ইন্ডাস্ট্রিতে অনেক টাকা লগ্নি করেছেন তিনি। আবার একটা অংশ বলছে, এই মন্তব্য তাঁর অতি বিনয়ের লক্ষণ!

আরও খবর:
ট্রামে চড়ে বিদেশিনীকে কলকাতা চেনাবেন শাহরুখ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement