Entertainment News

‘টুইটারে হুমকির পর বাড়ির দরজা পর্যন্ত চলে এসেছিল ওরা’

সেই সময় বাড়িতে ছিলেন না তাঁর স্বামী ড্যানিয়েল। দরজায় ধাক্কা শুনে ছুরি হাতে তৈরি পর্যন্ত হয়ে ছিলেন নায়িকা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ১৩:৪৩
Share:

ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন সানি। ছবি: সানি লিওনের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

সোশ্যাল মিডিয়ায় হুমকি, সমালোচনা, আক্রমণের মুখে পড়তে হচ্ছে সেলিব্রিটিদের অনেককেই। এঁদের এক জন সানি লিওন। কিন্তু সানির বিপদ পৌঁছে গিয়েছিল ঘরের দরজা পর্যন্ত। সম্প্রতি অভিনেত্রী নিজেই জানালেন, সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার পর, বাড়ি পর্যন্ত চলে এসেছিল দুষ্কৃতীরা। সেই সময় বাড়িতে ছিলেন না তাঁর স্বামী ড্যানিয়েল। দরজায় ধাক্কা শুনে ছুরি হাতে তৈরি পর্যন্ত হয়ে ছিলেন নায়িকা।

Advertisement

আরও পড়ুন, বলিউডি এই ফিল্মগুলি সরব হয়েছিল বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে

আরও পড়ুন, বিস্ফোরক রিচা, বলিউডেও হয় যৌন হেনস্থা

Advertisement

সম্প্রতি নয়াদিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন সানি। মিড ডে-র খবর অনুযায়ী, সেখানেই সাইবার হেনস্থার বিরুদ্ধে একটি অনুষ্ঠানে গিয়ে অভিনেত্রী নিজের এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন।

সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল। ছবি: সানির ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

সানি বলেন- ‘‘কেউ এক জন ইন্টারনেটে হুমকি দিয়েছিল। বলেছিল বাড়িতে এসে হামলা চালাবে। ড্যানিয়েল তখন ছিল না। আমি অসম্ভব ভয় পেয়ে গিয়েছিলাম।’’ টুইটারে তাঁর এক ফলোয়ারই তাঁকে হুমকি দিয়েছিল বলে জানান সানি। ‘‘হঠাত্ বাড়ির দরজায় এসে ধাক্কা দিচ্ছিল। দরজার বাইরে কারা যেন হল্লা করছিল। আমার মনে হয়েছিল, দরজা ভেঙে ঢুকতে চাইছে ওরা। আওয়াজ শুনে আমি ছুরি হাতে নিয়ে নিয়েছিলাম...’’- জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনা কোন দেশে ঘটেছিল তা নিয়ে কিছু বলেননি সানি। ভারতের বাইরে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও সানির বাড়ি রয়েছে।

সোশ্যাল ও ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে নবীন প্রজন্মকে আরও বেশি সতর্ক ও সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।

সানি আপাতত ব্যস্ত আরবাজ খানের সঙ্গে তাঁর আগামী ছবি ‘তেরা ইন্তেজার’-এর প্রচার নিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন