আইফায় অ্যাওয়ার্ড গেল কাদের হাতে?

আইফা রকস অ্যাওয়ার্ডের ঝলকে কি চোখ ধাঁধাচ্ছে মাদ্রিদের? আইফার চমক দেখে অনেকে তো তাই মনে করছেন। এ বছর স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হচ্ছে ১৭ তম আইফা অ্যাওয়ার্ড।

Advertisement
শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ১৭:০৯
Share:

আইফা রকস অ্যাওয়ার্ডের ঝলকে কি চোখ ধাঁধাচ্ছে মাদ্রিদের? আইফার চমক দেখে অনেকে তো তাই মনে করছেন। এ বছর স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হচ্ছে ১৭ তম আইফা অ্যাওয়ার্ড। এমনিতেই সারা বছর ধরে সিনেপ্রেমী থেকে তারকা সকলেরই চোখ থাকে আইফার দিকে। কার মাথায় উঠল সেরার মুকুট? কোন ছবিই বা জিতে নিল সর্বাধিক অ্যাওয়ার্ড? সেরা হলেল কোন গায়ক-গায়িকা? সেরা পরিচালকই বা কে? এমন হাজারো সেরার হদিস জানতে চোখ রাখুন আইফার সম্পূর্ণ গ্যালারির দিকে।

Advertisement

আরও পড়ুন: আইফায় সেরার শিরোপা কাদের? চোখ রাখুন গ্যালারিতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement