Entertainment News

স্বাধীনতা দিবসে বলিউডের সেরা ৫ দেশাত্মবোধক গান

বলিউডে দেশাত্মবোধক গানের ছড়াছড়ি। স্বাধীনতা দিবসে সেই গানগুলির কথা যেন একটু বেশিই মনে পড়ে। ফের এক বার শুনে নিন বাছাই করা সেরা পাঁচ দেশাত্মবোধক গান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ১৪:৩৭
Share:

বলিউডে দেশাত্মবোধক গানের ছড়াছড়ি। —নিজস্ব চিত্র।

বলিউডে দেশাত্মবোধক গানের ছড়াছড়ি। সারা বছরই সেই গানগুলি আমাদের শুনতে ভাল লাগে। তবে স্বাধীনতা দিবসে সেই গানগুলির কথা যেন একটু বেশিই মনে পড়ে। ফের এক বার শুনে নিন বাছাই করা সেরা পাঁচ দেশাত্মবোধক গান।

Advertisement

আরও পড়ুন, আপকামিং মুভিজ: কেন দেখবেন এই নতুন ছবিগুলি

১৯৫৭ সালের ‘নয়া দৌড়’ ছবির ‘ইয়ে দেশ হ্যায় বীর জওয়ানো কা’ গানটি আজও একই রকম জনপ্রিয়। ও পি নায়ারের সুরে গানটি গেয়েছিলেন মহম্মদ রফি ও বলবীর।

Advertisement

মনোজ কুমারের ‘উপকার’ ছবির ‘মেরে দেশ কি ধরতি’, আজও দেশাত্মবোধক গানের মধ্যে অন্যতম সেরা। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৭ সালে।

১৯৯৭ সালে উদিত নারায়ণ, মহালক্ষ্মী আইয়ার এবং শঙ্কর মহাদেবনের গাওয়া ‘সুনো গওর সে দুনিয়াওয়ালো’ গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ‘দশ’ ছবির এই গানে দেখা গিয়েছিল সলমন খান, সঞ্জয় দত্তকে।

আরও পড়ুন, আদিবাসী দোপাট্টায় শাহরুখ, খুশি কুইয়ানি

২০০৪-এ যশ চোপড়া পরিচালিত ‘বীর-জারা’ ছবির ‘অ্যায়সা দেশ হ্যায় মেরা’ গানটি জনপ্রিয় হয়েছিল। শাহরুখ-প্রীতি জিন্টা-রানি মুখোপাধ্যায়ের এই ছবিও সুপারহিট।

২০০৬ সালে আমির খানের ‘রং দে বাসন্তী’ ছবি কোনও ভাবেই ভোলার নয়। এই ছবির সব গানই তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে ছবির টাইটেল ট্র্যাকটি। এ আর রহমানের মিউজিকে গানটি গেয়েছিলেন দালের মেহেন্দি ও কে এস চিত্রা।

ভিডিও: ইউটিউবের সৌজন্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন