সানির নাচের ঠুমকায় মাত দক্ষিণী ছবি

বলিউডের পরে এ বার দক্ষিণী ছবিতেও সানি লিওনের মাদকতায় মজবেন দর্শকরা। একটি আসন্ন কন্নড় ছবিতে নাচের ঠুমকায় দর্শকদের অবশ করতে তৈরি সানি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৬
Share:

বলিউডের পরে এ বার দক্ষিণী ছবিতেও সানি লিওনের মাদকতায় মজবেন দর্শকরা। একটি আসন্ন কন্নড় ছবিতে নাচের ঠুমকায় দর্শকদের অবশ করতে তৈরি সানি।

Advertisement

বি-টাউনে পায়ের তলায় জমি শক্ত করতে কয়েক বছর ধরেই বেশ পরিশ্রম করছেন তিনি। অভিনেত্রী হিসাবে নিজেকে দক্ষ করে তুলছেন প্রতিনিয়ত। হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণ ভারতীয় ছবিতেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণের চেষ্টা করছেন প্রাক্তন এই পর্ন তারকা। সে কাজে যে সানি বেশ সফল তারই প্রমাণ দিলেন কন্নড় পরিচালক ইন্দ্রজিত্ লঙ্কেশ। তাঁর আসন্ন ছবি ‘লাভ ইউ আলিয়া’তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সানি। সেই কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ইন্দ্রজিত্ বলেছেন, ‘‘সানির ওয়ার্ক এথিকে আমি মুগ্ধ। ছবির একটা গান ‘কামাক্ষি’ শুট হয়ে যাওয়ার পরেও আমরা চার বার চেঞ্জ করার প্ল্যান করেছিলাম। সানি একটুও বিরক্ত না হয়ে সময়ের মধ্যে পুরো কাজটাই তুলে দিয়েছেন।’’

এমনকী ছবিতে স্টাইল এবং লুক নিয়েও সানি পরিচালককে বিশেষ পরামর্শ দিয়েছেন। ইন্দ্রজিতের কথায়, ‘‘সানি আমাদের সঙ্গে খুব সহযোগিতা করেছে।’’ সব মিলিয়ে এ বার সানির জাদুতে মাতবে দক্ষিণী ইন্ডাস্ট্রিও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন