‘ছ’বছর পার্টি করিনি’

‘কপূর অ্যান্ড সন্স’-এ ‘লড়কি বিউটিফুল’, ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’তে ‘স্যাটারডে স্যাটারডে’, হালফিল ‘বীরে ডি ওয়েডিং’-এ ‘তারিফাঁ’... পরপর হিট বাদশার। রিয়্যালিটি শো ‘দিল হ্যায় হিন্দুস্তানি’ সিজ়ন টুয়ে সুনিধি চৌহান ও প্রীতম চক্রবর্তীর সঙ্গে তিনিও বিচারকের আসনে। 

Advertisement

মধুমন্তী পৈত চৌধুরী

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০০:০৩
Share:

বাদশা

তাঁর গান দিয়ে এখন পার্টি শুরু হয়। রাত পেরিয়ে ভোর হলেও বাজতে থাকে ‘অভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’। তবে সেই গানের গায়ক-গীতিকার ও কম্পোজ়ার নাকি পার্টিতেই যান না! ‘‘আমি একদম পার্টি করি না। শেষ ক্লাবে গিয়েছিলাম বোধ হয় ছ’বছর আগে,’’ বললেন বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা। তা হলে পার্টি সংয়ের অনুপ্রেরণা পান কী ভাবে? ‘‘বন্ধুবান্ধব যায়। ওদের কাছ থেকেই গল্প শুনি,’’ বললেন তিনি।

Advertisement

‘কপূর অ্যান্ড সন্স’-এ ‘লড়কি বিউটিফুল’, ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’তে ‘স্যাটারডে স্যাটারডে’, হালফিল ‘বীরে ডি ওয়েডিং’-এ ‘তারিফাঁ’... পরপর হিট বাদশার। রিয়্যালিটি শো ‘দিল হ্যায় হিন্দুস্তানি’ সিজ়ন টুয়ে সুনিধি চৌহান ও প্রীতম চক্রবর্তীর সঙ্গে তিনিও বিচারকের আসনে।

দিল্লির আদিত্য প্রতীক সিংহ শিশৌদিয়া বলিউডে বিখ্যাত বাদশা নামে। ‘‘আমি শাহরুখ খানের বড় ভক্ত। পারফর্ম করার জন্য একটা স্টেজ নেম খুঁজছিলাম। সেই সময়ে ‘বাদশা’ ছবিটি রিলিজ় করে। মনে হল, ওই নামটা বেশ মানাবে,’’ বললেন তিনি। হঠাৎ র‌্যাপার হলেন কেন? ‘‘বলিউডে আমরাই প্রথম র‌্যাপ শুরু করি। পাশ্চাত্যে অনেক দিন ধরেই এই জঁর জনপ্রিয়। প্রত্যেকের স্টাইল আলাদা হলেও একটা বিষয়ে মিল ছিল। র‌্যাপের মধ্য দিয়ে নিজের বা অন্য কারও গল্প বলা হয়। সেগুলো শুনেই আমার ভাষায় র‌্যাপ করা শুরু করি।’’

Advertisement

অনেক সিনিয়র গায়ক-গায়িকার অভিযোগ, এখনকার হিন্দি ছবির গান মানেই পঞ্জাবি র‌্যাপের দাপট। এই গানের জনপ্রিয়তা কি চিরন্তন? না ট্রেন্ডের সঙ্গে হারিয়ে যাবে? কিছু ক্ষণ ভেবে বাদশার জবাব, ‘‘অভিযোগের কথা যদি বলেন, সেটা একটা প্রজন্মের অন্য প্রজন্মকে নিয়ে থাকেই। তবে ক্লাসিকের আবেদন পুরনো হয় না। আমি নিজে আশি-নব্বই দশকের গান শুনতে পছন্দ করি। তবে সময়ের সঙ্গে বদলানোই নিয়ম। সারা দুনিয়া যেমন গান বানাচ্ছে, আমাদেরও সে রকমই করতে হবে।’’

ইভিএম-এর (ইলেকট্রনিক ডান্স মিউজ়িক) কাছে মেলোডি কি পিছিয়ে পড়ছে? ‘‘আমার তা মনে হয় না। অরিজিৎ সিংহের জনপ্রিয়তা তো মেলোডির উপরে দাঁড়িয়ে। আর প্রত্যেক জঁরের নিজস্ব শ্রোতা আছে,’’ মত বাদশার।

বাদশার আগে হানি সিংহ এবং পরে গুরু রনধওয়া বলিউডে জমিয়ে বসেছেন। প্রতিযোগিতা কি বাড়ছে? ‘‘বলিউড অনেক বড় মার্কেট। কলকাতা থেকেও অনেক গায়ক মুম্বইয়ে এসেছেন। দিনের শেষে প্রতিভাই শেষ কথা বলে,’’ মনে করেন তিনি।

শোনা যায়, কেরিয়ারের শুরুর দিকে হানি সিংহের সঙ্গে মতের অমিল হওয়ায় তাঁর দল ছেড়ে বেরিয়ে যান বাদশা। সম্পর্কে শৈত্য এখনও কাটেনি। ‘‘হানি সিংহের সঙ্গে কথা হয়?’’ প্রশ্ন শেষ হওয়ার আগেই তাড়াহুড়ো করে বাদশা বললেন, ‘‘আপনি বোধ হয় জানেন, এই বিষয়ে প্রশ্ন করা যাবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন