দুঃস্থ শিল্পীদের সাহায্যার্থে নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে চান দেব

বরাবরই ভাল মনের মানুষ হিসেবে অভিনেতা দেবের একটা পরিচয় রয়েছে ইন্ডাস্ট্রিতে। সেই দিকটাই পাকাপোক্ত ভাবে সামনে এল আবার।

Advertisement
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

দেব

বরাবরই ভাল মনের মানুষ হিসেবে অভিনেতা দেবের একটা পরিচয় রয়েছে ইন্ডাস্ট্রিতে। সেই দিকটাই পাকাপোক্ত ভাবে সামনে এল আবার। দিন কয়েক ধরেই উত্তমকুমারের বহু ছবির সিনেম্যাটোগ্রাফার বৈদ্যনাথ বসাককে নিয়ে চর্চা চলছে। বৃদ্ধ অবসরপ্রাপ্ত সেই মানুষটির দিন গুজরান হয় বহু কষ্টে। তাঁর দিকে এ বার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা। আনন্দ প্লাসকে জানালেন, শুধু বৈদ্যনাথই নন, আর্থিক ভাবে দুঃস্থ বহু টেকনিশিয়ান-শিল্পীকেই সাহায্য করার জন্য একটি এনজিও প্রতিষ্ঠা করতে চান তিনি। তাঁর কথায়, ‘‘বৈদ্যনাথবাবুকে আর্থিক সাহায্য তো বটেই, উনি যত দিন বেঁচে থাকবেন ওঁর চিকিৎসার ভারও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের। ইন্ডাস্ট্রিতে অনেক টেকনিশিয়ান-শিল্পীই আছেন, যাঁরা অত্যন্ত দুঃস্থ অবস্থার মধ্যে রয়েছেন, তাঁদের সকলকে সাহায্য করার জন্যই আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। আমাকে এটা করতেই হবে।’’

Advertisement

অভিনেতার ইচ্ছে, তাঁর এনজিও-এ ওই মানুষগুলোকে দু’বেলা খাবার দেওয়া বা তাঁদের বই-টই পড়া কিংবা গল্প করার একটা বন্দোবস্ত করবেন তিনি। পুজোয় নতুন জামাকাপড়ও দেওয়ার কথা ভেবেছেন দেব। বললেন, ‘‘আমাদের পেশাটা তো খুব অনিশ্চিত। আমার সঙ্গেও এ রকম হতে পারে! তাই আমরা একটা কিছু করে রাখি। তবে এর জন্য পুরো ইন্ডাস্ট্রিকে অবশ্যই এক হতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন