Entertainment News

ফের বিয়ের আসরে অভিষেক?

অভিষেক চট্টোপাধ্যায় টলিউডের পরিচিত মুখ। সত্যিই কি ফের বিয়ে করলেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ১২:২৩
Share:

এই ছবি শেয়ার করেছেন অভিষেক। ছবি: ফেসবুকের সৌজন্যে।

বরবেশে বসে রয়েছেন তিনি। পরনে ধুতি। গলায় মালা। কপালে চন্দনের টিপ। তিনি অর্থাত্ অভিষেক চট্টোপাধ্যায়। টলিউডের পরিচিত মুখ। সত্যিই কি ফের বিয়ে করলেন অভিষেক?

Advertisement

আরও পড়ুন, সিভি’তে এত কম ছবি কেন? অফার পান না?

হ্যাঁ, বিয়ে করলেন। তবে তা রিয়েল নয়, রিল লাইফে। আর নিজেই সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিষেক।

Advertisement

আরও পড়ুন, মুভি রিভিউ: ‘ডুব’ দেখুন আর ডুব দিন প্রেমের সমুদ্রে

একটি ছবি শেয়ার করে অভিষেক লেখেন, ‘ম্যাজিক অফ রিল লাইফ… বার বার…।’ এই ছবি দেখে তাঁর স্ত্রী হাসবেন, নাকি অভিযোগ করবেন, সে সংশয়ও প্রকাশ করেছেন অভিনেতা! তবে তা মজার মোড়কেই। সিনেমা হোক বা টেলিভিশন— বিভিন্ন চরিত্রের জন্য বহু বার বরের সাজে অনস্ক্রিন অভিষেককে দেখেছেন দর্শক। সম্প্রতি ‘কুসুমদোলা’ ধারাবাহিকে ফের তাঁকে এই সাজে দেখা যাবে বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর।


রিয়েল লাইফ পার্টনারের সঙ্গে অভিষেক। ছবি: ফেসবুকের সৌজন্যে।

ওয়েব মাধ্যমে অভিষেক শেয়ার করেছেন, এমন অনেক কারণ রয়েছে যার জন্য তাঁর স্ত্রী খুশি হবেন, হাসবেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ করার মতো কোনও কারণ নেই বলে দাবি অভিনেতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement