New Bengali Movie

‘রঘু ডাকাত’-এ চিরঞ্জিৎ? ‘কই, আমাকে মহরতে ডাকল না তো!’ পাল্টা বিস্ময় অভিনেতার

দিন কয়েক ধরে গুঞ্জন, ‘রঘু ডাকাত’-এ নাকি অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করতেই খবর জেনে বিস্মিত পরিচালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩
Share:

চিরঞ্জিৎ চক্রবর্তী ‘রঘু ডাকাত’ ছবিতে অভিনয় করছেন? গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সরস্বতী পুজোয় দেবের আগামী ছবি ‘রঘু ডাকাত’-এর শুভ মহরৎ হল প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে। প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি ছাড়াও এ দিন উপস্থিত ছিলেন মুখ্য অভিনেতা দেব। পুজোয় যোগ দেন রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, ইধিকা পাল। এ দিকে দিন দু’য়েক ধরে শোনা যাচ্ছে, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাসকদলের বিধায়ক-অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকেও।

Advertisement

সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘পর্ণশবরীর শাপ’ সিরিজ়ে ‘ভাদুড়িমশাই’-এর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’-এ তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে পাল্টা বিস্ময় প্রকাশ করেছেন তিনি। বললেন, “আমারও কানে এসেছে এমন কথা। আমিও শুনেছি। কিন্তু মহরতে তো ডাকল না!” তাঁর প্রশ্ন, “আমি ছবিতে থাকলে বাকিদের সঙ্গে নিশ্চয়ই আমাকেও মহরতে প্রযোজনা সংস্থার অফিসে আমন্ত্রণ জানানো হত। সেটা কিন্তু হয়নি।”

বর্ষীয়ান অভিনেতা জানান, এর থেকেই স্পষ্ট তিনি ছবিতে অভিনয় করছেন না। কী ভাবে ছবির সঙ্গে তাঁর নাম জড়িয়ে গেল, জানেন না। কারা তাঁর নামে ভুয়ো খবর ছড়াচ্ছেন, সেটাও বুঝতে পারছেন না। এই ছবি দিয়ে দেবের সঙ্গে প্রথম পর্দা ভাগ করতে চলেছে সোহিনী। পর পর দুটো ছবি ইধিকার। তিনি আনন্দবাজার অনলাইনকে বলেছেন, “আমি খুব খুশি। খুব উত্তেজিত হয়ে পড়েছি। এটাও দেবদার ‘ড্রিম প্রজেক্ট’। সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে, তাই খুশি তো বটেই। দায়িত্ব তো রয়েছেই। আরও একটা সুযোগ যখন পেয়েছি, সেটাও খুব ভাল করে করতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement