Entertainment News

সৌরভকে কারা খুঁজছেন? কেনই বা খুঁজছেন?

ছবিটা দেখে হয়তো বুঝতে পারছেন। চিনতে পারছেন অভিনেতাকে। 

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮ ১৭:১১
Share:

এই পোস্টারই পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: টুইটারের সৌজন্যে।

ঠিক এ ভাবেই পোস্টার পড়েছে। ‘ওয়ান্টেড’।

Advertisement

ছবিটা দেখে হয়তো বুঝতে পারছেন। চিনতে পারছেন অভিনেতাকে।

ঠিক ধরেছেন ইনি সৌরভ দাস। কিন্তু, সৌরভকে কে খুঁজছেন? কেনই বা খুঁজছেন?

Advertisement

পোস্টারের আরও কিছুটা অংশ দেখলে আপনি বুঝবেন, ছবির নীচে নাম লেখা রয়েছে ‘জনি’। অর্থাত্ সৌরভ যখন ‘জনি’। ‘ওয়ান্টেড’-এর ক্লু-টা এর মধ্যেই রয়েছে।

আরও পড়ুন, ‘বাবা’ হলেন সৌরভ!

ঠিকই ধরেছেন। সৌরভের এই কাহিনি রিয়েল নয়, রিল লাইফের। সৌজন্যে আসন্ন ওয়েব সিরিজ ‘গড়িয়াহাটের গ্যাংলর্ডস’। আগামী ১৩ জানুয়ারি থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হইচই’-এ এর স্ট্রিমিং শুরু হবে বলে খবর।

আরও পড়ুন, জন্মদিনে কলকাতাকে মিস করছে ‘ভুতু’

সৌরভ বললেন, ‘‘গড়িয়াহাটের গ্যাংলর্ডস-এ আমার চরিত্র জনি। ওর আর এক সঙ্গী রয়েছে, বান্টি। এরা নানা রকম অ্যাসাইমেন্ট পায়। আর সব কিছুতেই ধ্যাড়ায়। ধরুন, রাজকুমার রাওকে কিডন্যাপ করতে হবে। তার বদলে ওরা অন্য এক সুপারস্টারকে কিডন্যাপ করে। মানে টোটাল ভুলভাল।’’


এই হল আসল পোস্টার। ছবি: টুইটারের সৌজন্যে।

‘গড়িয়াহাটের গ্যাংলর্ডস’ দিয়েই পরিচালনায় ডেবিউ করছেন আত্রেয়ী সেন। তিনি জানালেন, ‘ম্যাড অ্যাবাউট ড্রামা’ নামের একটি থিয়েটার গ্রুপের কনসেপ্ট এবং স্ক্রিপ্ট নিয়ে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। তাঁর কথায়, ‘‘জনি এবং বান্টি হলিউড গ্যাংলর্ডদের ফিল্ম দেখে বড় হয়ে ওঠে। তার পর গ্যাংলর্ড হয়ে ওঠাটাই ওদের জীবনের লক্ষ্য হয়ে ওঠে। এটা নিয়েই কমেডি ওয়েব সিরিজ।’’

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

এই ছবিতে ‘বান্টি’র ভূমিকায় অভিনয় করছেন অয়ন ভট্টাচার্য। এ ছাড়াও কাঞ্চন মল্লিক, চন্দন সেন, অম্বরীশ ভট্টাচার্য, সুদীপা বসু, অনিন্দিতা বসুর মতো শিল্পীর অভিনয় দেখার সুযোগ মিলবে এই ওয়েব সিরিজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement