জ্যাস্মীন ভসীনের সঙ্গে আলি গনি, সলমন খান ‘রকিং’! ছবি: সংগৃহীত।
সলমন খান আর আলি গনি। প্রথম জনের বিয়ে তো ‘মিথ’-এ পরিণত হয়েছে। অনুরাগীরা প্রায় প্রত্যেক মাসে তাঁর বিয়ে নিয়ে শোরগোল তোলেন! দ্বিতীয় জন পুজো, ধর্মভাবনা আর অভিনেত্রী জ্যাস্মীন ভসীনের সঙ্গে প্রেমের কারণে চর্চায়। শনিবার বিয়ের একটি কার্ড নতুন করে তাঁদের উপরে আলো ফেলল!
এ দিকে, বলিউড ভেবে সারা, দুই খ্যাতনামীর মধ্যে কার বিয়ের সানাই বাজবে? সদুত্তর এখনও মেলেনি। তার মধ্যেই জল্পনা দ্বিগুণ উস্কে দিয়েছেন উর্ফী জাভেদ আর ওরি। তাঁরা ইতিমধ্যে বিয়ের কার্ড পেয়ে গিয়েছেন। সেই কার্ড ঘুরিয়ে ফিরিয়ে সমাজমাধ্যমে দেখিয়েওছেন। কিন্তু কার বিয়ে? সে কথা কিন্তু দু’জনের কেউ ভুলেও প্রকাশ করেননি। তবে এ কথা জানিয়েছেন, প্রথম সারির তারকাদেরই নাকি বিয়ে হতে চলেছে।
স্বাভাবিক ভাবেই সলমনের নাম প্রথমে। তারকা ষাট ছুঁই-ছুঁই। তবু বিয়ের ফুল ফুটল না!
অন্য দিকে, জ্যাস্মীন ভসীন যে আলির পছন্দের, সে কথা প্রায় সবাই জানে। দু’জনে সম্প্রতি গণেশপুজোয় যোগ দিয়েছিলেন। ভিন্ধর্মীর কেউ হিন্দুদের পুজোয় যোগ দিচ্ছেন, এই নিয়েও কম জলঘোলা হয়নি। তখন আলিকে সমর্থন করেছেন জসমিন। তা ছাড়া, তাঁরা সম্পর্কের কথাও স্বীকার করেছেন। তা হলে চার হাত এক হতে বাধা কোথায়?