Entertainment News

প্রদীপ সরকারের ছবিতে অভিনয় করছেন অম্বরীশ?

শোনা যাচ্ছে, বাংলার পর এ বার মুম্বই পাড়ি দিচ্ছেন অভিনেতা। অভিনয় করবেন পরিচালক প্রদীপ সরকারের ছবিতে।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ১৭:৫৫
Share:

শুটিংয়ে প্রদীপের সঙ্গে অম্বরীশ। ছবি: অম্বরীশের সৌজন্যে।

তাঁকে অনস্ক্রিন দেখলেই দর্শক ভেবে নেন, এ বার কমেডি হবে। কিন্তু তিনি নিজেকে শুধু কমেডিতে আটকে রাখতে চান না। তিনি অর্থাত্ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য

Advertisement

শোনা যাচ্ছে, বাংলার পর এ বার মুম্বই পাড়ি দিচ্ছেন অভিনেতা। অভিনয় করবেন পরিচালক প্রদীপ সরকারের ছবিতে।

এই মুহূর্তে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে মুম্বইয়ে রয়েছেন অম্বরীশ। পরিচালক প্রদীপ সরকার। আগামিকাল থেকে শুটিং শুরু। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিশ্বজিত্ চক্রবর্তী এবং দেবলীনা দত্ত। কিন্তু প্রদীপের পরিচালনায় ছবি করার খবরটা কি সত্যি?

Advertisement

আরও পড়ুন, ‘অনস্ক্রিন ন্যুডিটি নিয়ে আমার সমস্যা নেই, তবে...’

মুম্বইয়ে প্রদীপের অফিসে বসেই ফোনে অম্বরীশ বললেন, ‘‘প্রদীপদার সঙ্গে এটা আমার চতুর্থ বিজ্ঞাপন। ওঁর সঙ্গে সিনেমা করার কথাও হয়েছে। সন্দীপবাবুর কাছ থেকে সোনার কেল্লার সত্ত্ব কিনেছেন প্রদীপদা। একটু অন্যরকম ভাবে তৈরি করবেন। প্রদীপদা বলেছেন, ওটাতে তোর কাজ আছে। আসলে আমার হিন্দি ভাল নয়। কিন্তু ওই ছবিতে বাঙালি টানে হিন্দি বললেও হবে।’’

সব কিছু ঠিক থাকলে পরের বছরই শুরু হতে পারে এই ছবির শুটিং। এ বার এক নয়া উড়ান শুরু হবে অম্বরীশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement