কলকির সঙ্গে প্রেম করছেন ফারহান?

বলিউডি ব্রেক আপ, ডিভোর্সের মরসুমে কহানি মে নয়া টুইস্ট! অদিতি রাও হায়দারি নয়, ফারহান আখতার নাকি এখন কলকি কোয়েচলিনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন! মাত্র মাস দুই আগে সবাইকে চমকে দিয়ে অধুনা আখতারের সঙ্গে ১৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানার কথা ঘোষণা করেছিলেন ফারহান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ১০:৪১
Share:

বলিউডি ব্রেক আপ, ডিভোর্সের মরসুমে কহানি মে নয়া টুইস্ট! অদিতি রাও হায়দারি নয়, ফারহান আখতার নাকি এখন কলকি কোয়েচলিনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন! মাত্র মাস দুই আগে সবাইকে চমকে দিয়ে অধুনা আখতারের সঙ্গে ১৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানার কথা ঘোষণা করেছিলেন ফারহান। তার পরে কখনও অদিতি রাও হায়দারি কখনও বা শ্রদ্ধা কপূরের সঙ্গে নাম জড়িয়ে গুজবের শিরোনামে থেকেছেন বি-টাউনের এই অভিনেতা-গায়ক-পরিচালক। ওয়াজির-কো স্টার অদিতির সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি ফারহান-অধুনার সম্পর্কে ফাটল ধরিয়েছিল। শোনা গিয়েছিল এমনটাও। কিন্তু, সে সব এখন অতীত। মিড ডে রিপোর্ট অনুযায়ী, কলকির সঙ্গে নাকি থাকতেও শুরু করবেন ফারহান।

Advertisement

জিন্দেগি না মিলেগি দোবারা-র সেটে কলকির সঙ্গে আলাপ ফারহান। সেই সময় বিষয়টা বন্ধুত্বের পর্যায়ে আটকে থাকলেও, শোনা যাচ্ছে গত কয়েক মাসে এই দুই বলি তারা জাস্ট ফ্রেন্ডে‌র গণ্ডিটা টপকে ফেলেছেন।

দু’জনের কেউই অবশ্য প্রকাশ্যে এই সম্পর্কের কথা স্বীকার করেননি। উল্টে টুইট করে কলকি বলেছেন ‘‘কোনও রকম প্রমাণ ছাড়াই কী ভাবে কোনও কিছু মেনস্ট্রিম মিডিয়ার শিরোনামে চলে আসে, ভাবলেই অবাক হয়ে যাই। কেউ এ বার এটা নিয়ে পদ্য লিখে ফেলুক।’’

Advertisement

ফারহান আপাতত তাঁর আসন্ন ছবি ‘‘রক অন টু’’-এর শুটিং-এ ব্যস্ত। অন্য দিকে, কলকি মেতে আছেন তাঁরা নতুন ছবির প্রমোশনে।

আরও পড়ুন-অনুষ্কা মেসেজ করলেন, উত্তরে কী করলেন বিরাট?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement