Entertainment News

ইনিই কি সোনমের বয়ফ্রেন্ড?

সোনমের সঙ্গে আজকাল দেখা যাচ্ছে এক জন হ্যান্ডসামকে। পার্টি থেকে হলিডে ট্রিপ— সবেতেই তিনি হাজির সোনমের পাশে। কে তিনি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ১২:৫৩
Share:

সোনমের সঙ্গে আজকাল দেখা যাচ্ছে এক জন হ্যান্ডসামকে। পার্টি থেকে হলিডে ট্রিপ— সবেতেই তিনি হাজির সোনমের পাশে। কে তিনি?

Advertisement

সোনম কপূর নাকি বেশ খোলামেলা। অন্তত বলিউড তা-ই জানে। আলপিন টু এলিফ্যান্ট— সব বিষয়েই নিজস্ব মত জাহির করেন সোনম। ঠোঁটকাটা বলেও বেশ ‘বদনাম’। তা সেই সোনম কিন্তু নিজের লভ লাইফ নিয়ে কখনও মুখ খোলেননি।

৩১ বছরের কপূর বিউটির বয়ফ্রেন্ড নিয়ে বলিউডে কম গুঞ্জন হয়নি। এক সময় তো সম্পর্কের কথা ছড়িয়েছিল রণবীর কপূরের সঙ্গেও। তবে সোনম নিজে জানিয়েছিলেন, রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কটা নাকি শুধুই বন্ধুত্বের। এর পরেও একের পর এক হ্যান্ডসামের সঙ্গে নাম জড়িয়েছে সোনমের। তবে তাঁর জীবনে কেউ পাকাপাকি ভাবে জায়গা করে নেননি। তবে কি এই স্পেশ্যাল সামওয়ানটি কে যাঁর সঙ্গে দেখা যাচ্ছে সোনমকে? সোনমের বন্ধুরা জানিয়েছেন, ওই সুপুরুষটি হলেন আনন্দ আহুজা। দিল্লির ব্যবসায়ী। আমেরিকায় বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করে দিল্লিতেই নিজের ব্যবসা সামলাচ্ছেন। সম্প্রতি একটি প্রাইভেট পার্টিতে দেখা গেল দু’জনকে। ব্ল্যাক স্ট্র্যাপলেস গাউনে যথারীতি নজর কেড়েছেন সোনম। কম যান না আনন্দও। সাদা শার্টের ওপরে ব্ল্যাক কোট আর বো টাইতে সোনমের পাশে তিনিও সমান উজ্জ্বল। তবে কি আনন্দের সঙ্গেই সম্পর্ক গড়াচ্ছে? সোনম কিন্তু এখনও ধোঁয়াশাই রেখেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement