রজনীকান্তকে অপহরণের ছক কষেছিলেন বীরাপ্পন!

একসময় তাঁর নামে ভয়ে কাঁপত সকলে। তাঁর এক একটা দুঃসাহসিক পরিকল্পনা চিন্তায় রাখত দেশের প্রথম সারির সেলেবদের। তিনি চন্দনদস্যু বীরাপ্পন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মে ২০১৬ ১১:২৪
Share:

একসময় তাঁর নামে ভয়ে কাঁপত সকলে। তাঁর এক একটা দুঃসাহসিক পরিকল্পনা চিন্তায় রাখত দেশের প্রথম সারির সেলেবদের।

Advertisement

তিনি চন্দনদস্যু বীরাপ্পন।

মৃত্যুর পর এই প্রথম প্রকাশ্যে এল তাঁর শেষ পরিকল্পনা। বীরাপ্পন নাকি সুপারস্টার রজনীকান্তকে অপহরণের ছক কষেছিলেন! আর এ তথ্য সামনে এনেছেন পরিচালক রামগোপাল ভার্মা।

Advertisement

রামুর দাবি, তাঁর আসন্ন থ্রিলার ‘বীরাপ্পন’-এর চিত্রনাট্য এই দস্যুর বাস্তব জীবন এবং তাঁর মৃত্যুর পর বেশ কিছু সাক্ষাত্কারের ভিত্তিতে লেখা হয়েছে। আর সেই রিসার্চ করতে গিয়েই রামগোপাল এই তথ্য পেয়েছেন। ছবিতেও এমন একটি দৃশ্য থাকবে বলে সূত্রের খবর।

এক সময় কন্নড় ছবির সুপারস্টার রাজকুমারকে অবহরণ করেছিলেন চন্দনদস্যু। কোনও ক্ষতি না-করে ছেড়েও দিয়েছিলেন। তাতেই গোটা দেশে সাড়া পড়ে গিয়েছিল। এর পর সত্যিই যদি রজনীকান্তকে অপহরণ করতেন বীরাপ্পন, তা আরও ভয়ঙ্কর হত।

তবে রামুর রিসার্চ যে পুরোটাই ঠিক, এটাও মানতে নারাজ বি-টাউনের একাংশ। কারণ বড়পর্দায় চমক আনতে অতীতেও রামগোপাল অনেক কিছুই করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement