পূজা ভট্টের নির্দেশনায় আলিয়া?

মহেশ এই ছবি নিয়ে উৎসাহী হলেও পরিচালনা কে করবেন, তা এখনও ঠিক হয়নি। দৌড়ে রয়েছেন মোহিত সুরির নামও। পূজা ভট্ট যদি পরিচালনা করেন, দিদির নির্দেশনায় দেখা যাবে বোনকে। তবে পূজা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। আবার পরিচালনার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

Advertisement
শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০০:০০
Share:

আলিয়া এবং পূজা

গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে মহেশ ভট্ট নাকি স্থির করেছেন, ‘সড়ক’ ছবির সিকোয়েল করবেন। সেখানে পূজা ভট্ট ও সঞ্জয় দত্তকে তাঁদের আগের ছবির চরিত্রেই দেখা যাবে বলে শোনা গিয়েছে। আগামী বছরেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কথাবার্তা চলছে। শোনা যাচ্ছে, ছবিতে আলিয়া ভট্টও থাকবেন।

Advertisement

মহেশ এই ছবি নিয়ে উৎসাহী হলেও পরিচালনা কে করবেন, তা এখনও ঠিক হয়নি। দৌড়ে রয়েছেন মোহিত সুরির নামও।

পূজা ভট্ট যদি পরিচালনা করেন, দিদির নির্দেশনায় দেখা যাবে বোনকে। তবে পূজা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। আবার পরিচালনার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

Advertisement

সঞ্জয়

পূজা ও মহেশের সঙ্গে কাজ করতে বেশ উৎসাহী সঞ্জয়। তবে ছবির ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement