Entertainment news

ফের বাবা হচ্ছেন শাহরুখ?

বছর পাঁচেক আগে সারোগেসির মাধ্যমে আব্রামের জন্ম হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ১০:১৪
Share:

ফাইল চিত্র।

হ্যাঁ ঠিকই পড়ছেন। সম্প্রতি এটা জানতে পেরে এক ভক্ত টুইটারে শাহরুখকে তাঁর চতুর্থ সন্তান প্রসঙ্গে জিজ্ঞাসাও করেছেন। আর সেই ভক্তের কৌতূহলের জবাবও দিয়েছেন শাহরুখ! তা হলে কি সত্যিই আরিয়ান, সুহানা আর আব্রামের আরও একটি ভাই বা বোন আসতে চলেছে? শাহরুখ কী বলছেন?

Advertisement

বলিউড বাদশাকে আমরা একজন যত্নশীল বাবা হিসেবেই চিনি। শত ব্যস্ততা সত্ত্বেও আরিয়ান, সুহানা এবং আব্রামের জীবনের কোনও গুরুত্বপূর্ণ দিনে শাহরুখ তাদের পাশে থাকেননি, এমনটা হয়নি। বছর পাঁচেক আগে সারোগেসির মাধ্যমে আব্রামের জন্ম হয়। তার পর থেকে শাহরুখ মনে করেন তাঁর পরিবার সম্পূর্ণ। তাঁর তামাম ভক্তদেরও তেমনই অভিমত।

কিন্তু সম্প্রতি এক ভক্ত শাহরুখকে নিয়ে অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন, শাহরুখ-গৌরী তাঁদের চতুর্থ সন্তান এক্সপেক্ট করছেন। শাহরুখকে টুইট করে তাঁর স্বপ্নের কথাও জানান। শাহরুখও খুব মজা করেই উত্তর দিয়েছেন তাঁকে।

Advertisement

শাহরুখ টুইট করেন, ‘‘আব্রামের জামা-কাপড় তাহলে রেখে দিতে হবে তো, যদি স্বপ্ন সত্যি হয়... কাজে লেগে যাবে।’’

এখনই হয়ত তেমন কোনও সুখবর নেই। কিন্তু কথায় আছে ভোরের স্বপ্ন সত্যি হয়! ওই ভক্ত স্বপ্নটা ভোরে দেখেননি তো?

আরও পড়ুন: নয়ের দশকের এই ভিলেনের মেয়ে এক জন বিখ্যাত মডেল, চেনেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement