Entertainment News

‘অ্যায় দিল…’-এর এই নায়িকা প্রেগন্যান্ট?

দিন কয়েক আগেই বয়ফ্রেন্ড দিনো লালভানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লিসা। চুটিয়ে অভিনয় করেছেন সদ্যমুক্তি পাওয়া ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর একটি ক্যামিও চরিত্রে। কিন্তু শোনা যাচ্ছে, বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে পড়েন লিসা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ১১:৫৭
Share:

গেস করুন তো, ইনি কে?

দিন কয়েক আগেই বয়ফ্রেন্ড দিনো লালভানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লিসা হায়ডন। চুটিয়ে অভিনয় করেছেন সদ্যমুক্তি পাওয়া ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর একটি ক্যামিও চরিত্রে। কিন্তু শোনা যাচ্ছে, বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে পড়েন লিসা। এমনকী ‘অ্যায় দিল…’-এর শুটিং চলাকালীনই নাকি প্রেগন্যান্ট ছিলেন নায়িকা। তবে তা জানতে দেননি কাউকেই। আর এ খবর এতদিন চাপা ছিল বলেই বলি টাউনে শুরু হয়েছে নয়া বিতর্ক।

Advertisement

মুম্বইয়ের একটি সংবাদমাধ্যমের দাবি, দিনোর সঙ্গে বিয়ের দিন এগিয়ে নিয়ে আসার কারণ লিসার প্রেগন্যান্সি। অন্য একটি ছবির জন্য টানা ২০ দিনের ডেট চাওয়া হলে তিনি জানিয়ে দেন, এখনই অন্য কোনও প্রজেক্ট নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এই খবর সামনে আসার পরই লিসার প্রেগন্যান্সি নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। যদিও এর সত্যতা নিয়ে লিসা নিজে এখনও মুখ খোলেননি।

বলিউডের একটা বড় অংশের মতে, কোনও নায়িকার প্রেগন্যান্সির খবর ইউনিটের জানা থাকলে সেটে তাঁর স্বাচ্ছন্দ্যের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। লিসার ক্ষেত্রে কর্ণ জোহরের টিম কিছুই জানতেন না। ফলে আইটেম ডান্সের ধকলে যদি লিসা অসুস্থ হয়ে পড়তেন তা হলে মুশকিলে পড়তেন টিম ‘অ্যায় দিল হ্যায় মুশকিল।’

Advertisement

আরও পড়ুন, বিয়ে করলেন লিসা হেডেন, পাত্র কে?

লিসা হায়ডন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement