অনুষ্কার সঙ্গে বিচ্ছেদের খবরে বিরাটের সিলমোহর?

অনুষ্কার সঙ্গে বিচ্ছেদের খবরে এ বার বোধহয় পাকাপাকি সিলমোহর দিলেন খোদ বিরাট কোহলি। একটি অনুষ্ঠানে অনুষ্কার নাম উঠতেই প্রকাশ্যে রিঅ্যাক্ট করলেন বিরাট। আর তা থেকেই এই অনুমান করছে বলিউড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:০৪
Share:

অনুষ্কার সঙ্গে বিচ্ছেদের খবরে এ বার বোধহয় পাকাপাকি সিলমোহর দিলেন খোদ বিরাট কোহলি। একটি অনুষ্ঠানে অনুষ্কার নাম উঠতেই প্রকাশ্যে রিঅ্যাক্ট করলেন বিরাট। আর তা থেকেই এই অনুমান করছে বলিউড।

Advertisement

ঘটনাটি ঠিক কী?

সম্প্রতি একটি ব্র্যান্ডেড ঘড়ি লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন বিরাট। সেখানে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, কোন বলিউডি নায়িকাকে তিনি এই ঘড়ি উপহার দেবেন? এই প্রশ্ন শুনে চরম রিঅ্যাক্ট করেন বিরাট। তিনি বলেন, ‘‘আমি প্রথমেই আমার পরিবারের কাউকে এই ঘড়িটা দেব। ক্রিকেট টিমের কাউকেও দিতে পারি। হঠাত্ বলিউডের নায়িকাকে দিতে যাব কেন? আমি বুঝতে পারছি না এই প্রশ্নটা আমাকে কেন করা হচ্ছে? সব সময়ই যে কোনও বিষয়কে অন্য ডিরেকশনে আপনারা কেন ঘুরিয়ে দেন?’’

Advertisement

যদিও কোনও ভাবেই প্রশ্নে অনুষ্কা শর্মার নাম উল্লেখ করা হয়নি, তবুও রেগে যান বিরাট। আর তাঁর এই ভয়ানক মূর্তি দেখে বি-টাউনের একটা বড় অংশ বলছে, অনুষ্কার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়াটা এখনও মেনে নিতে পারছেন না। সে কারণেই অত রেগে গিয়েছিলেন।

বিরাটের কাছে জানতে চাওয়া হয়, রিলেশনশিপ নিয়ে তিনি কী ভাবছেন? এ বারও বেশ রেগেই তিনি বলেন, ‘‘কার সঙ্গে কোন রিলেশনের কথা বলছেন? আমি কোনও রিলেশনশিপ কাউন্সেলার নই। তাই এ সব প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবেন না।’’

আরও পড়ুন

গুজব নয়, বিচ্ছেদই হয়ে গেল বিরুষ্কার!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement