শরীরি-প্রেমের দৃশ্যে ‘হেট স্টোরি’কেও হার মানাল ‘ইশক জুনুন’

সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতের প্রথম ‘থ্রিসাম লভ’ নিয়ে ফিল্ম ‘ইশক জুনুন’ এর প্রথম মিউজিক ভিডিও। আর এই ভিডিও রিলিজের পরেই শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। ছবিটির মিউজিক ভিডিওয় চূড়ান্ত শরীরি-প্রেমের যে দৃশ্যগুলি সামনে এসেছে তা ‘বোল্ড সিন’-এর জন্য ইদানীং কালের সবচেয়ে চর্চিত ‘হেট স্টোরি’ ছবিটিকেও হার মানায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০০
Share:

গানের একটি দৃশ্য।

সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতের প্রথম ‘থ্রিসাম লভ’ নিয়ে ফিল্ম ‘ইশক জুনুন’ এর প্রথম মিউজিক ভিডিও। আর এই ভিডিও রিলিজের পরেই শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। ছবিটির মিউজিক ভিডিওয় চূড়ান্ত শরীরি-প্রেমের যে দৃশ্যগুলি সামনে এসেছে তা ‘বোল্ড সিন’-এর জন্য ইদানীং কালের সবচেয়ে চর্চিত ‘হেট স্টোরি’ ছবিটিকেও হার মানায়।
ছবিতে অভিনয় করেছেন দিব্যা সিংহ, রাজবীর সিংহ এবং অক্ষয়। যদিও ইশক জুনুনের মোশন পোস্টার রিলিজের সময় ছবির কাস্ট সম্পর্কে কিছু জানানো হয়নি। রাজবীর টেলিভিশন জগতের পরিচিত নাম। দিব্যা, দক্ষিণী অভিনেত্রী। ছবিতে সুর দিয়েছেন অঙ্কিত তিওয়ারি, জিৎ গাঙ্গুলি এবং অঞ্জন ভট্টাচার্য। ‘ইশক জুনুন’-এর মিউজিক ট্র্যাকে শোনা যাবে রেখা ভরদ্বাজ, অরিজিত্ সিংহ ও অঙ্কিত তিওয়ারির গান। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় শর্মা। ছবিটি রিলিজ করবে ১১ মার্চ। দেখে নেব সেই ভিডিও।

Advertisement

দেখুন গ্যালারি:
ইশক জুনুনের উষ্ণতার আঁচ

Advertisement

দেখুন ভিডিও:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement