মা হলেন সুদীপ্তা

ইটস আ গার্ল! এ ভাবেই বোধ হয় শুরু করা উচিত্। মা হলেন সুদীপ্তা চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ নাগাদ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন সুদীপ্তা। বুধবার ফেসবুকে সুদীপ্তা লেখেন, ফোয়ারা না বুঁচকী? সেটাই প্রশ্ন।

Advertisement
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৫ ১০:৫৮
Share:

ইটস আ গার্ল! এ ভাবেই বোধ হয় শুরু করা উচিত্। মা হলেন সুদীপ্তা চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ নাগাদ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন সুদীপ্তা। বুধবার ফেসবুকে সুদীপ্তা লেখেন, ফোয়ারা না বুঁচকী? সেটাই প্রশ্ন। সঙ্গে তিনটে স্মাইলি। সুদীপ্তার ফেসবুক ওয়াল ভরে গিয়েছিল কমেন্টে। কেই চাইছেন ফোয়ার, কেই চাইছেন বুঁচকী। অবশেষে সুদীপ্তার কোল আলো করে বুঁচকীই এল। সুদীপ্তার শেষ দুটি ছবি ওপেন টি বায়োস্কোপ ও রাজকাহিনীতে তাঁকে ফোয়ারা ও বুঁচকীর মা হিসবে দেখা গিয়েছিল।

Advertisement

পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানাতে গোটা পরিবার উপস্থিত ছিলেন হাসপাতালে। সুদীপ্তার দিদি বিদীপ্তার স্বামী পরিচালক বিরসা দাশগুপ্ত বলেন, ছোট্ট মেয়েটাকে একদম পরীর মতো দেখতে। হাসছে, হাই তুলছে, নানা রকম অঙ্গভঙ্গি দেখতে দারুণ লাগছে। পরিবারে নারীশক্তি আরও বেড়ে গেল। তিন বোন-বিদীপ্তা, বিদিশা, সুদীপ্তা তিন জনেরই কন্যা সন্তান। এখন সবাই দারুণ খুশি। থ্রি চিয়ার্স টু উইমেন পাওয়ার।

গত বছর ১৫ মে বিদীপ্তার বন্ধু অভিষেক সাহাকে বিয়ে করেন সুদীপ্তা। এটাই তাঁদের প্রথম সন্তান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement