মেয়ের ‘টপলেস’ ছবি নিয়ে চর্চায় রাগলেন জ্যাকি

দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল বলিউডি অভিনেতা জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফের কয়েকটি সাহসী ছবি। প্রায় নগ্ন হয়ে ফোটোশুট করে সে ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন খোদ কৃষ্ণাই। তা নিয়ে বলিউডে বেশ গুঞ্জন ওঠে। প্রশ্ন ওঠে, এ ভাবেই কি সিলভার স্ক্রিনে ‘এন্ট্রি’ নিতে চাইছেন তিনি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩৫
Share:

বয়স মাত্র ২২। এর মধ্যেই শিরোনামে জ্যাকি-কন্যা। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল বলিউডি অভিনেতা জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফের কয়েকটি সাহসী ছবি। প্রায় নগ্ন হয়ে ফোটোশুট করে সে ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন খোদ কৃষ্ণাই। তা নিয়ে বলিউডে বেশ গুঞ্জন ওঠে। প্রশ্ন ওঠে, এ ভাবেই কি সিলভার স্ক্রিনে ‘এন্ট্রি’ নিতে চাইছেন তিনি? কিন্তু, সে জল্পনায় ইতি টানলেন বাবা জ্যাকি। জানালেন, এখনই বলিউডে দেখা যাবে না কৃষ্ণাকে। সঙ্গে মেয়ের ওই সাহসী ছবি নিয়ে এত আলোচনাকেও ভাল চোখে দেখছেন না তিনি। তাঁর সাফ কথা, ‘‘সবাই বলছেন, ওগুলো কৃষ্ণার টপলেস ছবি। কিন্তু আপনারা ভাল করে লক্ষ করুন, ওর গায়ে টাওয়েল জড়ানো ছিল।’’

Advertisement

জ্যাকির মতে, ওই ছবিগুলো নিয়ে বেশ বাড়াবাড়ি করেছে মিডিয়া! তাঁর দাবি, এই মুহূর্তে কৃষ্ণার তো অভিনয় করার কোনও ইচ্ছে নেই। তাই এ ভাবে পরিচালক-প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ কেন করবেন তিনি? জ্যাকির কথায়, ‘‘আমাকে ইন্ডাস্ট্রি অনেক দিয়েছে। আমার ছেলে টাইগারকেও সুযোগ দিয়েছে। সময় হলে কৃষ্ণাকেও জায়গা করে দেবে।’’ ছেলের মতো মেয়েও যদি অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেয় তা হলে জ্যাকি খুশিই হবে বলে জানিয়েছেন তিনি।

বিতর্কের কেন্দ্রে কৃষ্ণার এই ছবি।— ইন্সটাগ্রামের সৌজন্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement