সোনম-রাজা এবং মুসকানের ঘটনায় বিস্ফোরক মন্তব্য জাভেদ আখতারের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রাজা রঘুবংশী ও সৌরভ রাজপুতের মৃত্যুর ঘটনা স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। প্রথম জন বিয়ের কয়েক দিনের মাথায় মধুচন্দ্রিমায় গিয়ে খুন হন। অভিযোগের নিশানায় স্ত্রী সোনম রঘুবংশী। অন্য দিকে স্ত্রীর জন্মদিন পালন করতে বিদেশ থেকে উড়ে এসে নির্মম ভাবে খুন হয়েছিলেন সৌরভ। এই ঘটনাতেও নিশানায় সেই স্ত্রী মুসকান রস্তোগি। দু’টি ঘটনার পর থেকে মহিলাদের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। মহিলাদের চরিত্র নিয়ে কাটাছেড়া হয়েছে বিভিন্ন মহলে। এই প্রসঙ্গে এ বার গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিলেন জাভেদ আখতার?
বছরের পর বছর ধরে বধূহত্যার খবর উঠে এসেছে শিরোনামে। পণের জন্য মহিলাদের উপর অত্যাচারের খবর এক সময়ে রোজই চোখে প়ড়ত মানুষের। কিন্তু সে জন্য পুরুষ জাতিকে কখনও কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। এ বার সেই নারীদের হয়েই প্রশ্ন তুললেন বর্ষীয়ান গীতিকার।
রাজা রঘুবংশী ও সৌরভ রাজপুতের ঘটনায় মানুষের প্রতিক্রিয়া দেখে জাভেদের বক্তব্য, “এ সব দেখে আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে।” সমাজের দিকে আঙুল তুলে জাভেদ প্রশ্ন রেখেছেন, “এই দুই মহিলা তাদের স্বামীদের হত্যা করেছে, যা সত্যিই ধাক্কা দিয়েছে। কিন্তু অন্য দিকে রোজ কিছু মহিলাদের পুড়িয়ে মারা হচ্ছে। মারধর করা হচ্ছে। নির্যাতন করা হচ্ছে রোজ। তখন সমাজের রাগ হচ্ছে না?”
মহিলারা কোনও অপরাধ হলে তা বড় ধাক্কা দেয়। কিন্তু মহিলাদের উপর দিনের পর দিন অপরাধ হলে তা নিয়ে সমাজের কোনও প্রতিক্রিয়া থাকে না, দাবি জাভেদের। সমাজের দ্বিচারিতার নিন্দা করেছেন তিনি। তাঁর কথায়, “পুরুষেরা মহিলাদের উপর নির্মম অত্যাচার করলে তখন সমাজের কোনও রাগ দেখা যায় না। এই সমাজ বড়ই নির্লজ্জ। দু’জন মহিলা অপরাধ করল। সঙ্গে সঙ্গে চমকে গেল। কিন্তু মহিলাদের উপর অত্যাচারে তারা চুপ।”