Javed Akhtar

মদ্যপান আর ধর্ম একই জিনিস! নাস্তিক বলে পরিচিত, এ বার এই তুলনা কেন করলেন জাভেদ?

নাস্তিক বলেই পরিচিত তিনি। তাই কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। এ বার মদ্যপানের সঙ্গে ধর্মের তুলনা করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৯:৫৬
Share:

মদ্যপানের সঙ্গে ধর্মের তুলনা করলেন জাভেদ। ছবি: সংগৃহীত।

বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মতামত রাখেন জাভেদ আখতার। নাস্তিক বলেই পরিচিত তিনি। তাই কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। এ বার মদ্যপানের সঙ্গে ধর্মের তুলনা করলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তুলনা করেছেনে বর্ষীয়ান গীতিকার।

Advertisement

কোন প্রসঙ্গে এমন তুলনা করেন তিনি? জাভেদ আখতার বলেন, “মদ ও ধর্মের মধ্যে একাধিক মিল রয়েছে। আমেরিকানরা এক বার একটি সমীক্ষা করেছিলেন। কারা বেশি দিন বাঁচেন? যাঁরা একেবারেই মদ্যপান করেন না, তাঁরা? না কি যাঁরা রোজ এক বোতল করে মদ্যপান করেন তাঁরা? সমীক্ষা থেকে উঠে আসে, কোনওটাই ঠিক নয়। ওষুধেও তো অ্যালকোহল থাকে। তা হলে মদ কী ভাবে ক্ষতিকর হতে পারে?”

এর পরেই জাভেদ বলেন, “আসলে কোনও কিছু অতিরিক্ত পরিমাণে করা শরীরের পক্ষে ক্ষতিকর। কেউ যদি দিনে দু’গ্লাস দুধ পান করেন, তা হলে ঠিক আছে। কিন্তু কেউ যদি দিন দুই গ্লাস ভর্তি হুইস্কি পান করেন, তা মোটেই ঠিক নয়। কিন্তু মানুষ দু’গ্লাস পান করে থেমে যায় না। এখানেই ভুলটা শুরু হয়। এরা কিন্তু অতিরিক্ত দুধ পান করেন না। মদের ক্ষেত্রে এদের কোনও সীমা থাকে না। ধর্মের ক্ষেত্রেও এদের একই রকমের আচরণ লক্ষ করা যায়। ফলে পুরোটাই খুব ক্ষতিকর হয়ে ওঠে। শরীরে ক্যানসার কোষ আপনাকে রোগা থাকতে সাহায্য করে। কিন্তু সেটা বেড়ে গেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে।”

Advertisement

পুরনো এক সাক্ষাৎকারে জাভেদ জানিয়েছিলেন, একটা সময়ে দিনে ১৮ বোতল বিয়ার পান করতেন। ক্রমশ সেই অভ্যাস বাদ দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement