জাভেদ আখতার রোজ একাই মদ্যপান করতেন। ছবি: সংগৃহীত।
যে কোনও বিষয়ে খোলামেলা কথা বলতে পছন্দ করেন জাভেদ আখতার। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও স্পষ্ট কথা বলেন তিনি। একটা সময়ে মদে আসক্ত হয়ে পড়েছিলেন বর্ষীয়ান গীতিকার। সেই নিয়েও স্পষ্ট মতামত জানিয়েছিলেন তিনি। কোন ধরনের মদ পছন্দ সেই নিয়ে এক সাক্ষাৎাকারে কথা বলেছিলেন জাভেদ।
‘হুইস্কি’ পান করলে অ্যালার্জির সমস্যা হওয়ায় ‘বিয়ার’-এর প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। এমনও দিন গিয়েছে, এক বারে ১৮ বোতল ‘বিয়ার’ পান করেছেন তিনি। তার পরেই পেটে চর্বি জমতে থাকে। তখন অন্য এক সিদ্ধান্ত নেন জাভেদ আখতার।
সাক্ষাৎকারে জাভেদ বলেন, “আমার হুইস্কি খেলে অ্যালার্জি হয়। তাই ভাবলাম, এ বার শুধু বিয়ার পান করব। তবে সেটা দিনে ১৮ বোতলে গিয়ে পৌঁছোয়। তার পর দেখলাম, আমার পেটটা ফুলতে শুরু করেছে। তাই বিয়ার ছেড়ে রাম পান করা শুরু করি।” মদের নেশায় এতটাই ডুবে ছিলেন, মদ্যপানের সময়ে কোনও সঙ্গীরও দরকার পড়ত না। একাই শেষ করে ফেলতেন বোতলের পর বোতল।
মাত্র ১৯ বছর বয়স থেকে মদের প্রতি আসক্ত তিনি। স্নাতক পাশ করার পরে মুম্বই এসেছিলেন তিনি। তখন থেকেই বন্ধুদের সঙ্গে মদ্যপান করা শুরু করেছিলেন তিনি। তার পরেই নেশাগ্রস্ত হতে শুরু করেন তিনি। প্রথম দিকে আর্থিক সামর্থ্য না থাকলেও, পরে যা টাকা পেতেন তা দিয়ে দিনে একটা বোতল হয়ে যেত তাঁর।
তবে একটা সময়ে জাভেদ বুঝেছিলেন, এ ভাবে রোজ মদ্যপান করলে তিনি বেশি দিন বাঁচবেন না। আরবাজ় খানের সাক্ষাৎকারে শাবানা বলেছিলেন, “ও জানত, এই ভাবে যদি চলে, বেশি দিন বাঁচা যাবে না এবং সৃজনশীল কাজও করা হবে না।” এই ভাবে মদ্যপানে ইতি টেনেছিলেন তিনি।