মাদার্স ডে-তে একসঙ্গে শুটিংয়ে শ্রীদেবী-জাহ্নবী

মাতৃ দিবসে মা-মেয়ের জুটি। পরের ছবিতে একসঙ্গে দেখা যাবে এই সেলিব্রিটি মা-মেয়েকে। আজ্ঞে হ্যাঁ। এ বার স্বামী বনি কপূরের আগামী প্রডাকশনে একসঙ্গে পর্দায় আসতে চলেছেন সকন্যা শ্রীদেবী। ছবির নাম ‘মম’। সৎ মা ও মেয়ের গল্প।

Advertisement
শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ১২:৩২
Share:

মাতৃ দিবসে মা-মেয়ের জুটি। পরের ছবিতে একসঙ্গে দেখা যাবে এই সেলিব্রিটি মা-মেয়েকে। আজ্ঞে হ্যাঁ। এ বার স্বামী বনি কপূরের আগামী প্রডাকশনে একসঙ্গে পর্দায় আসতে চলেছেন সকন্যা শ্রীদেবী। ছবির নাম ‘মম’। সৎ মা ও মেয়ের গল্প। তাঁদের মধ্যের ওঠাপড়া, সম্পর্কের টানা-পোড়েন নিয়েই এগিয়ে যাবে এই গল্প। দিল্লিতে শুরু হয়েছিল এই ছবির শুটিং। আর এই মুহূর্তে ‘মম’-এর শুটিং উপলক্ষে সপরিবারে আমেরিকায় রয়েছেন কপূর পরিবার। ছবিতে রয়েছে আরও এক চমক। এই ছবিতেই বলি-ডেবিউট হতে চলেছে পাক-অভিনেত্রী সজল আলির। পাকিস্তানের বিনোদন দুনিয়ায় যথেষ্ট পরিচিত মুখ ২২ বছরের সজল। ছবির শুটিংয়ের ফাঁকেই ‘মম’-এর টিম করলেন দেদার মস্তি। আর সেই ছবিও আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

রবি উদায়ার পরিচালিত এই ছবিতে শ্রীদেবীর সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement