প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের বিখ্যাত ‘ভিলেন’ জীবন গুহ। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ কলকাতায় নিজের বাড়িতেই মারা গিয়েছেন তিনি। শেষের কয়েক দিন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন জীবন। সঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যা। এ দিন বাড়িতে মেয়ের কোলে মাথা রেখেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে রেখে গেলেন জীবন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলি ইন্ডাস্ট্রিতে।
শেষ বয়সেও পাড়ায় যে কোনও অনুষ্ঠানে যাতায়াত ছিল জীবনের। দিন কয়েক আগে পাড়ার রাখিবন্ধন অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি। এক সময় বাংলা সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন। ভিলেনের সহকারী হিসেবে বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ব্যক্তিগত জীবনেও খুব মিশুকে ছিলেন জীবন।