জনের কমেডি-দর্শন

দু’বছর পরে তাঁর প্রত্যাবর্তন। তাও আবার কমেডি ছবিতে! তিনি জন আব্রাহাম। তবে এই ব্যাপারে সম্ভবত খুশি নন নায়ক। সম্প্রতি তিনি জানিয়েছেন, অ্যাডাল্ট কমেডি ছবিতে অভিনয় তাঁর একেবারেই না-পসন্দ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:০০
Share:

দু’বছর পরে তাঁর প্রত্যাবর্তন। তাও আবার কমেডি ছবিতে! তিনি জন আব্রাহাম। তবে এই ব্যাপারে সম্ভবত খুশি নন নায়ক। সম্প্রতি তিনি জানিয়েছেন, অ্যাডাল্ট কমেডি ছবিতে অভিনয় তাঁর একেবারেই না-পসন্দ। তবে পেশার খাতিরে যদি তা তাঁকে করতে হয়, তিনি তা করতে তেমন অস্বস্তি বোধ করেন না। জনের মতে, কমেডি এমনিতে সুন্দর, তিনি কমেডি ছবি দেখতেও ভালবাসেন। কিন্তু, এ ধরনের ছবিতে অভিনয় তাঁর ধাতে নেই। গত কয়েক বছরে বলিউডে কমেডির প্রাবল্য লক্ষ্যণীয়। বক্স অফিসে এই ধরনের ছবির সাফল্যও বেশ ভালই। জন সেটা স্বীকারও করেছেন। তাঁর মতে, প্রাপ্তবয়স্কদের জন্য কমেডিকে ‘অ্যাডাল্ট’ ছবি হিসেবে দেখাই উচিত। আনিস বাজমির অ্যাডাল্ট কমেডি ছবি ‘ওয়েলকাম ব্যাক’-এ জন অভিনয় করছেন। সেই ছবির মুক্তির আগে জন শেয়ার করলেন তাঁর কমেডি-ফিলজফি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement