কাজলকে হিংসে করে শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান জুহি?

‘দিলওয়ালে’-র মাধ্যমে বহু দিন পর পর্দায় জনপ্রিয় হয়েছেন শাহরুখ-কাজল। জুটি হিসেবে দর্শকদের পছন্দের তালিকায় এক নম্বরে উঠে এসেছে তাঁদের নাম। আর সেই দেখেই হয়তো ফের শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করলেন জুহি চাওলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬ ১৮:৩৮
Share:

‘দিলওয়ালে’-র মাধ্যমে বহু দিন পর পর্দায় জনপ্রিয় হয়েছেন শাহরুখ-কাজল। জুটি হিসেবে দর্শকদের পছন্দের তালিকায় এক নম্বরে উঠে এসেছে তাঁদের নাম। আর সেই দেখেই হয়তো ফের শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করলেন জুহি চাওলা। সম্প্রকি তাঁর কাছে জানতে চাওয়া হয়, জুটি হিসেবে শাহরুখের সঙ্গে তাঁকে আবার কবে এক ফ্রেমে দেখতে পাওয়া যাবে? উত্তরে তিনি বলেন, ‘‘যদি বিষয়টি আমার হাতে থাকত, তবে এই বছরই একসঙ্গে অভিনয় করতাম।’’

Advertisement

শাহরুখের সঙ্গে অভিনয় করতে ভালবাসেন জুহি। কিন্তু কামব্যাকের জন্য প্রয়োজন ভাল গল্প এবং ভাল পরিচালক। এর আগে ‘ইয়েস বস’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘ডর’-এর মতো ছবি উপহার দিয়েছে বলিউডের এই হিট জুটি। ২০০৫-এ শেষবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে, ‘পহেলি’-তে।

বলি-মহলের একাংশের প্রশ্ন, কাজলকে কি হিংসে করছেন তিনি? শাহরুখের সঙ্গে কাজলের জুটির এত সাফল্য দেখেই কি ফের বাদশার সঙ্গে জুটি বাঁধার কথা ভাবছেন নায়িকা?

Advertisement

আরও পড়ুন, ‘দিলওয়ালে’র মাস্টারস্ট্রোক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement