Entertainment News

নতুন ট্রেলরে আরও ভয়ঙ্কর জুরাসিক ওয়ার্ল্ড...

জুরাসিক পার্কের নতুন সিরিজ, ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিঙ্গডম’-এর নতুন ট্রেলরে এমনই ভয়ঙ্কর সব দৃশ্য রয়েছে। যা দেখলে আপনার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৩
Share:

‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিঙ্গডম’-এর একটি দৃশ্য। ছবি: ইউটিউবের সৌজন্যে।

ভাবুন তো আপনি ঘুমিয়ে রয়েছেন। হঠাত্ চোখ খুলে দেখলেন আপনার ঘর ভেঙে ঢুকে আসছে ডাইনোসর। এগিয়ে আসছে আপনাকেই গিলতে!

Advertisement

জুরাসিক পার্কের নতুন সিরিজ, ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিঙ্গডম’-এর নতুন ট্রেলরে এমনই ভয়ঙ্কর সব দৃশ্য রয়েছে। যা দেখলে আপনার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে।

গত ডিসেম্বরেই প্রথম ট্রেলর মুক্তি পায় ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিঙ্গডম’-এর। এ বার ছবির নির্মাতারা সামনে নিয়ে এলেন আরও একটি নতুন ট্রেলর। আর এই ট্রেলরে জুরাসিক যুগের ভয়াবহতা যেন আরও একশ গুণ বাড়িয়ে তোলা হয়েছে।

Advertisement

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

এমন একটা জায়গা যেখানে চারিদিকে বিস্ফোরক মজুত রয়েছে। বিশালাকার ডাইনোসরেরাও সুরক্ষিত নয় সেখানে। এমনই এক দ্বীপে রয়েছেন এক দল মানুষও। তারপরদুই শিবিরের বাঁচার লড়াই। কার্যত যুদ্ধের ইঙ্গিত।

আরও পড়ুন, হার্ভির বিরুদ্ধে উমা-ও

আরও পড়ুন, ক্যালিফোর্নিয়ায় প্রথম বাংলা চলচ্চিত্র উত্সব

এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি করেছেন একজিকিউটিভ প্রযোজক স্টিভন স্পিলবার্গ। এই ছবিতেও ক্রিস প্র্যাট এবং ব্রিস ডালাসকে দেখা যাবেওয়েন ও ক্লেয়ারের চরিত্রেই।ওয়েন ও ক্লেয়ার ওই দ্বীপে গিয়ে জানতে পারে দ্বীপটিতে যে কোনও সময় বিস্ফোরণ ঘটবে। সেখান থেকেই ডাইনোসরদের বাঁচানোর লড়াই শুরু হয়। তবে সেই কাজ যে মোটেই এতটা সহজ নয়, সেই কথাই বোঝানো হয়েছে ছবিতে।

ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ২২ জুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement