Entertainment News

ইনকাম ট্যাক্সের ‘রেইড’ নিয়ে চিন্তিত কাজল-অজয়?

বৃহস্পতিবার রাতে মুম্বইতে ‘রেইড’-এর স্পেশ্যাল স্ক্রিনিং ছিল। তা দেখে টুইট করেন কাজল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৮ ১৫:৪৯
Share:

দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

দেবগণ পরিবার এখন ইনকাম ট্যাক্সের ‘রেইড’ নিয়ে ভিষণ টেনশনে। কিন্তু অজয় দেবগণ এবং কাজল হঠাত্ ‘রেইড’ নিয়ে চিন্তিত কেন?

Advertisement

শুক্রবারই মুক্তি পেল অজয়ের ছবি ‘রেইড’। এ ছবিতে ইলিয়ানা ডি’ক্রুজের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ১৯৮০ নাগাদ ভারতে হাই প্রোফাইল আয়কর হানার ওপর নির্ভর করে চিত্রনাট্য লেখা হয়েছে। কিন্তু ছবিটি দর্শকদের মার্কশিটে কত নম্বর পাবে তা নিয়েই চিন্তিত দেবগণ পরিবার।

বৃহস্পতিবার রাতে মুম্বইতে ‘রেইড’-এর স্পেশ্যাল স্ক্রিনিং ছিল। তা দেখে টুইট করেন কাজল। তিনি লেখেন, ‘ভাল লেগেছে, হেসেছি, হাততালিও দিয়েছি…।’ তবে তাঁদের ছেলে যুগের রিভিউ শুনে মজা পেয়েছেন দম্পতি।

Advertisement

আরও পড়ুন, শ্রীদেবীর মৃত্যুতে কেন নিশ্চুপ বোন শ্রীলতা? রহস্য খুঁজছে ইন্ডাস্ট্রি

কাজল টুইট করেছেন, ছবিটি দেখার পর যুগ বলেছে, ‘আয়কর কী, সেটাই শিখলাম।’ মাত্র সাত বছর বয়সে যুগের এ হেন মন্তব্য শুনে হেসে ফেলেছিলেন কাজল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement