রানিকে দেখে এড়িয়ে গেলেন কাজল

রানি মুখোপাধ্যায় এবং কাজল যতই তুতো বোন হোন না কেন, তাঁদের সম্পর্ক মোটেই ভাল নয়। তবে আদিত্য চোপ়়ড়ার সঙ্গে কাজলের দিব্যি ভাব রয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০০:৩০
Share:

রানি মুখোপাধ্যায় এবং কাজল যতই তুতো বোন হোন না কেন, তাঁদের সম্পর্ক মোটেই ভাল নয়। তবে আদিত্য চোপ়়ড়ার সঙ্গে কাজলের দিব্যি ভাব রয়েছে। সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে অজয় দেবগণের সঙ্গে কাজল উপস্থিত ছিলেন। সেখানে রানিও ছিলেন। অজয় আর কাজল বাকি সকলের সঙ্গে গিয়ে কথা বলেন। একমাত্র রানিকে দেখেই দু’জনে পাশ কাটিয়ে চলে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement