Kajol

কাজলের সাফল্যেই বিপত্তি! বোন তনিশার সঙ্গে সম্পর্ক কেমন? জানালেন অভিনেত্রী

দিদি কাজল যাঁর অভিনয় জীবন যথেষ্ট সফল, এখনও কাজ করে যাচ্ছেন। বড় দিদি কাজলের সাফল্যের কারণেই কি তানিশার সঙ্গে সম্পর্ক বিগড়ে যায়?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৯:৩৩
Share:

(বাঁ দিকে) কাজল (ডান দিকে) তানিশা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

অভিনয় জীবনের শুরু থেকেই দিদি কাজলের সঙ্গে তুলনা শুনতে হয়েছে তনিশা মুখোপাধ্যায়কে। যশরাজ ফিল্মসের ‘নীল অ্যান্ড নিকি’ ছবিতে অভিনয় করার পর থেকেই তনিশা দর্শকের নজরে আসেন। কিন্তু দর্শকের ভালবাসা পাওয়ার আগেই সমালোচনার শিকার হয়েছেন তিনি। তাঁর অভিনয়ের মধ্যে যেন দিদি কাজলের প্রতিবিম্ব দেখতে চেয়েছিলেন দর্শক। কিন্তু তা হয়নি। ফলত অভিনেত্রী হিসাবে সফল হওয়া হয়নি। অন্য দিকে দিদি কাজল, যাঁর অভিনয় জীবন যথেষ্ট সফল, এখনও কাজ করে যাচ্ছেন। বড় দিদি কাজলের সাফল্যের কারণেই কি তনিশার সঙ্গে সম্পর্ক বিগড়ে যায়? ফের মিটমাট হয় কী ভাবে?

Advertisement

বাইরে সর্ব ক্ষণ দুই বোনের মধ্যে তুলনা। তার জেরেই নাকি বোন তনিশার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় কাজলের। যদিও পরে অবশ্য মিটমাট করে নেন তাঁরা। এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘‘হ্যাঁ, এটা এক সময়ে ঘটেছিল। তবে আমরা নিজেদের মধ্যে সবটা মিটিয়ে নিতে পেরেছি। এই দূরত্ব ছিল ক্ষণস্থায়ী। আমাদের সম্পর্কের মধ্যে এটা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। তনিশা যখন সিনেমায় কাজ করা শুরু করল, তখন এই দূরত্ব তৈরি হয়েছিল। এখন আর সেটা নেই।’’

তনিশা নিজেও একবার স্বীকার করেন, তিনি দিদির সঙ্গে নিজের তুলনা করেন না। অভিনেত্রীর কথায়, ‘‘কেন দিদির সঙ্গে তুলনা টানব, এমনকি অন্য অভিনেতাদের সঙ্গেও তুলনা করি না। প্রত্যেক অভিনেতার একটা নিজস্বতা থাকে। আমি সেটাতেই বিশ্বাস করি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement