পরিচালক কল্কির মঞ্চে আগমন

সাহিত্যিক শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চন্দ্রমুখী’র আধুনিক রূপে যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন অভিনেত্রী কল্কি কোচলিন, তা চিরকাল মনে রাখবেন ‘দেব ডি’র দর্শকরা। স্বভাবতই সেই চরিত্রের জন্য দেশ কালের সীমানা পেরিয়ে পুরস্কারও পেয়েছিলেন তিনি। এর পর বেশ কিছু জনপ্রিয় হিন্দি ছবিতে কাজ করেন কল্কি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০০:০০
Share:

সাহিত্যিক শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চন্দ্রমুখী’র আধুনিক রূপে যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন অভিনেত্রী কল্কি কোচলিন, তা চিরকাল মনে রাখবেন ‘দেব ডি’র দর্শকরা। স্বভাবতই সেই চরিত্রের জন্য দেশ কালের সীমানা পেরিয়ে পুরস্কারও পেয়েছিলেন তিনি। এর পর বেশ কিছু জনপ্রিয় হিন্দি ছবিতে কাজ করেন কল্কি। গত এপ্রিলে মুক্তিপ্রাপ্ত ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ তাঁকে আগেই আন্তর্জাতিক স্তরে সম্মান এনে দিয়েছে। অভিনেত্রী এবার নতুন দিগন্তের দিকে হাত বাড়িয়েছেন।

Advertisement

সিনেমায় আসার আগে কল্কি মঞ্চ জগতে পরিচিত মুখ ছিলেন। এবার সেই মঞ্চেই তাঁকে দেখা যাবে পরিচালক হিসেবে। তিনি মৃত্যু ও তার আগের মুহূর্ত নিয়ে ‘দ্য লিভিম রুম’ নাটকটি লেখা শুরু করেন প্রায় বছর দু’য়েক আগে। এক মৃত্যুমুখী বৃদ্ধা ও মরণ— এই দুই চরিত্রের কথোপোকথন নিয়েই কল্কির মজার নাটকটি আর দু’ সপ্তাহের মধ্যে প্রদর্শিত হবে বেঙ্গালুরুতে। পরে রাজধানী দিল্লি ও বাণিজ্য নগরী মুম্বইতেও দর্শকরা দেখতে পাবেন ‘দ্য লিভিম রুম’। বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছেন শিবা চাড্ডা এবং নীল ভুপালামকে দেখা যাবে ‘মরণ’ চরিত্রে। নাটকে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জিম সার্ব ও তারিখ বসুদেব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন