২৪ ঘণ্টা ধরে চুমু খেলেন কঙ্গনা-ইমরান!

চুমু। বড়পর্দায় বিভিন্ন ভাবে ‘চুমু’কে তুলে ধরেছেন পরিচালকরা। তারই নবতম সংযোজন নিখিল আডবাণীর আসন্ন ছবি ‘কাট্টি বাট্টি’। কঙ্গনা রানাওয়াত এবং ইমরান খান অভিনীত এই ছবিতে একটি দীর্ঘ চুমুর দৃশ্য রয়েছে। আর ইউটিউবে তা ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ১৭:৫১
Share:

চুমু। বড়পর্দায় বিভিন্ন ভাবে ‘চুমু’কে তুলে ধরেছেন পরিচালকরা। তারই নবতম সংযোজন নিখিল আডবাণীর আসন্ন ছবি ‘কাট্টি বাট্টি’। কঙ্গনা রানাওয়াত এবং ইমরান খান অভিনীত এই ছবিতে একটি দীর্ঘ চুমুর দৃশ্য রয়েছে। আর ইউটিউবে তা ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় হয়েছে। ‘লিপ টু লিপ দে কিসিয়া’ গানে নাকি ২৪ ঘণ্টা ধরে চুমু খেয়েছেন নায়ক-নায়িকা! এই একটি দৃশ্যেরই শুটিং হয়েছে টানা তিন দিন ধরে। আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

Advertisement

রিল লাইফে চুমু খাওয়ার পর এ বার রিয়েল লাইফেও নাকি চুমু প্রতিযোগিতার বিচারক হচ্ছেন কঙ্গনা-ইমরান জুটি। বিদেশের বিভিন্ন জায়গায় ‘কিসিং কমপিটিশন’ বেশ প্রচলিত ঘটনা। তবে ভারতে নীতি পুলিশের ঠেলায় এই ধরনের প্রতিযোগিতার আয়োজন প্রকাশ্যে করা সম্ভব নয়। তবে শোনা যাচ্ছে কঙ্গনা এবং ইমরান এমনই একটি প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব সামলাবেন! সেখানে প্রায় ৫০ জন দম্পতি অংশ নেবেন। যাঁরা দেখাবেন চুমুতে কার কত দম! বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন ‘কাট্টি বাট্টি’র অভিনেতারা। তবে আদৌ এই প্রতিযোগিতা হবে কিনা সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement