Entertainment News

নাম না করে সুনীলকে ধন্যবাদ দিলেন কপিল!

আজ ১০০তম এপিসোডে পৌঁছবে ‘দ্য কপিল শর্মা শো।’ কপিল-সুনীল প্রকাশ্য বিবাদের পর থেকেই শিরোনামে রয়েছে এই টেলি শো। ১০০তম এপিসোডের দিকেও দর্শকদের বিশেষ নজর থাকবে। এ দিন অনুরাগীদের ধন্যবাদ দিতে দেখা যাবে কপিল শর্মাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ১০:১১
Share:

আজ ১০০তম এপিসোডে পৌঁছবে ‘দ্য কপিল শর্মা শো।’ কপিল-সুনীল প্রকাশ্য বিবাদের পর থেকেই শিরোনামে রয়েছে এই টেলি শো। ১০০তম এপিসোডের দিকেও দর্শকদের বিশেষ নজর থাকবে। এ দিন অনুরাগীদের ধন্যবাদ দিতে দেখা যাবে কপিল শর্মাকে। পাশাপাশি তাঁর টিমকেও ধন্যবাদ দেবেন যাঁরা এই শো চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন।

Advertisement

আরও পড়ুন, কপিল-সুনীলের ঝগড়া মেটাতে আসরে ঋষি!

সম্প্রতি ওই নির্দিষ্ট চ্যানেলের ফেসবুকে একটি ভিডিও আপলোড হয়েছে। যেখানে কপিল বলছেন, ‘‘আমি দর্শকদের ধন্যবাদ দেব। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্র থেকে আসা সেলেবদেরও ধন্যবাদ। আমার টিমকে ধন্যবাদ। আর অবশ্যই ধন্যবাদ তাঁদের যারা এখন আর আমাদের টিমে নেই।’’

Advertisement

না! নির্দিষ্ট করে কারও নাম বলেননি কপিল। তবে ‘এখন টিমে যাঁরা নেই’ বলতে যে তিনি মূলত সুনীল গ্রোভারকেই বোঝাতে চেয়েছেন তা স্বীকার করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। সঙ্গে রয়েছেন আলি আসগর, চন্দন প্রভাকরের মতো কমেডিয়ানরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement