কপিল শর্মা। ছবি: সংগৃহীত।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজ়ন শুরু হয়েছে। যদিও টিভির পর্দা ছেড়ে ওটিটিতে চলে আসায় অনেকেই সঞ্চালক কপিল শর্মার সমালোচনা করেন। ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনুষ্ঠানের চতুর্থ সিজ়ন। কপিল ছাড়াও রয়েছেন সুনীল গ্রোভার, অর্চনা পূরণ সিংহ, নভজ্যোৎ সিংহ সিধু-সহ অনেকেই। এ বারে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কপিল?
প্রতিটি সিজ়নের মতো এ বারও বাকিদের তুলনায় কয়েক গুণ বেশি পারিশ্রমিক পাচ্ছেন কপিল। সূত্রের খবর, অনুষ্ঠানের চলতি সিজ়নে তিনি প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সুনীল গ্রোভার আবার ‘ডায়মন্ড রাজা’ এবং ‘ডফলি’র চরিত্রে ফিরেছেন। অন্য দিকে কৃষ্ণ অভিষেক, কিকু শারদা এবং রাজীব ঠাকুরও রয়েছেন। তাঁদের কেউ পারিশ্রমিক পাচ্ছেন লাখে, কেউ আবার কোটি কোটি টাকা পারিশ্রমিক ঘরে তুলছেন।
২০১৯ সালে পুলওয়ামার জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ক্রিকেটার-রাজনীতিক নভজ্যোৎ। তার পরেই কপিল শর্মার শো থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। নভজ্যোতের পরিবর্তে আসেন অর্চনা পূরণ সিংহ। ছ’বছর পরে সিধু ফিরেছেন আগের সিজ়ন থেকে। শোনা যাচ্ছে, নতুন সিজ়নে পর্বপিছু ৩০ থেকে ৪০ লক্ষ টাকা আয় করছেন তিনি। ২০১৯ সাল থেকে এই শোয়ের সঙ্গে যুক্ত অর্চনা। খবর, তাঁর পর্বপিছু আয় ১০ লক্ষ টাকা। প্রতি পর্বে পারফর্ম করার জন্য ২৫ লক্ষ টাকা করে নিচ্ছেন সুনীল। এই শোয়ের একাধিক চরিত্রাভিনেতাদের মধ্যে পারিশ্রমিকের দিক থেকে তিনিই এগিয়ে। অন্যদিক কৃষ্ণ ও রাজীবরা পাচ্ছেন যথাক্রমে ১০ লক্ষ ও সাত লক্ষ টাকা। তৃতীয় সিজ়নে মোট ১৩টি পর্ব ছিল। খবর, এ বারও বিজোড় সংখ্যায় শেষ হবে এই শো।