Entertainment News

কর্ণের হাত ধরে আনারকলির সাজে প্রথম আত্মপ্রকাশ করলেন স্বরা ভাস্কর

‘রঞ্ঝনা’য় সোনম কপূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করে সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন স্বরা ভাস্কর। এ বার আর কোনও পার্শ্ব চরিত্র নয়, নায়িকা হিসাবেই বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন স্বরা। তারই নতুন লুকে চমকে দিলেন ‘রঞ্ঝনা’র বিন্দিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৬
Share:

‘রঞ্ঝনা’য় সোনম কপূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করে সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন স্বরা ভাস্কর। এ বার আর কোনও পার্শ্ব চরিত্র নয়, নায়িকা হিসাবেই বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন স্বরা। তারই নতুন লুকে চমকে দিলেন ‘রঞ্ঝনা’র বিন্দিয়া।

Advertisement

সামনেই মুক্তি পাবে অবিনাশ দাসের ‘আনারকলি অব আরাহ’। মুক্তি পেয়েছে সেই ছবির ফার্স্ট লুক। ডিগ্ল্যাম পার্শ্বচরিত্র থেকে এক লাফে গ্ল্যামারাস আনারকলির লুকে চমক দিয়েছেন স্বরা ভাস্কর। তবে চমকের এখানেই শেষ নয়। নায়িকা হিসাবে নিজের প্রথম ছবিতেই পাশে পেয়েছেন খোদ কর্ণ জোহরকেও। এ দিন নিজেই ছবির দু’টি পোস্টার টুইট করেন কর্ণ। সঙ্গে স্বরার উদ্দেশে লেখেন শুভেচ্ছাবার্তাও।

প্রথম পোস্টারে চেনা আনারকলি ঘাঘড়া, চড়া মেকআপ আর পরিচিত ঠুমকায় নজর করেছেন স্বরা।

Advertisement

আরও পড়ুন: ‘বিয়ে করলে লুকবো কেন?’

পরের পোস্টারটিও অন্যরকম। সাইকেলের উপর আনারকলির সাজে বসে আছেন স্বরা। পাশের বাড়ির জানলা থেকে তাঁকে অবাক চোখে দেখছেন এক অত্যুৎসাহী।

ছবিতে স্বরা ভাস্কর ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় মিশ্র, পঙ্কজ ত্রিপাঠী। প্রিয়া কপূর এবং সন্দীপ কপূরের প্রযোজনায় ‘আনারকলি অব আরাহ’ মুক্তি পাবে ২৪ মার্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement