Entertainment News

সইফের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন করিনা

করিনার কথায়, ‘‘এমন অনেক জিনিস রয়েছে যেটা আমার জীবনে বা ব্যক্তিত্বে যোগ করেছে সইফ। আসল ব্যাপারটা হল, ও কখনও আমাকে পাল্টে দেওয়ার চেষ্টা করেনি। আমার জীবনটা আমার থেকে কেড়ে নেয়নি। আমি যেমন, আমাকে তেমনই থাকতে দিয়েছে। তেমন ভাবেই মানিয়ে নিয়েছে আমাকে…। আমাদের সম্পর্কটা ঠিক বন্ধুর মতো।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০২
Share:

দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

এই মুহূর্তে নাকি জীবনের সবচেয়ে ভাল সময় কাটাচ্ছেন বলি নায়িকা করিনা কপূর খান। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভিরে ডি ওয়েডিং’ বক্স অফিসে প্রায় ১৩৯ কোটি টাকার ব্যবসা করেছে। করিনার অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। ছেলে তৈমুর আলি খান প্রায় সব সময়ই লাইমলাইটে থাকে। অন্য দিকে সইফও বেশ ভাল ভাল প্রজেক্টে কাজ করছেন। শুক্রবার সকলকে নিয়ে জন্মদিন কাটালেন নায়িকা। তার আগে সইফের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন নায়িকা।

Advertisement

করিনার কথায়, ‘‘এমন অনেক জিনিস রয়েছে যেটা আমার জীবনে বা ব্যক্তিত্বে যোগ করেছে সইফ। আসল ব্যাপারটা হল, ও কখনও আমাকে পাল্টে দেওয়ার চেষ্টা করেনি। আমার জীবনটা আমার থেকে কেড়ে নেয়নি। আমি যেমন, আমাকে তেমনই থাকতে দিয়েছে। তেমন ভাবেই মানিয়ে নিয়েছে আমাকে…। আমাদের সম্পর্কটা ঠিক বন্ধুর মতো।’’

করিনা জানিয়েছেন, তৈমুরের জন্মের পর অনেক বেশি সময় এক সঙ্গে কাটান তাঁরা। ছেলের দেখভালের দায়িত্ব নিয়েছেন দু’জনেই। সব মিলিয়ে বিয়ের পর সইফের সঙ্গে থেকে তাঁর জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে বলেই মনে করেন করিনা।

Advertisement

আরও পড়ুন, এক কিশোরকণ্ঠীর লড়াই দেখুন ‘কিশোর কুমার জুনিয়র’-এর ট্রেলারে

Wall of fame 😎 ✌️ @discoversoneva #discoversoneva

A post shared by Soha (@sakpataudi) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement