Entertainment News

‘নজর লেগে যাবে’, সইফকে কেন বলেছিলেন করিনা?

‘নজর লেগে যাবে’— মায়ের মন তো। তাই ছোট্ট তৈমুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই চিন্তা বেড়ে গিয়েছিল করিনা কপূর খানের। ভয় পেয়েছিলেন নায়িকা। সইফকে বলেছিলেন, ছেলের তো নজর লেগে যাবে! এতদিনে সে কথা শেয়ার করলেন সইফ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ১২:৪৬
Share:

‘নজর লেগে যাবে’— মায়ের মন তো। তাই ছোট্ট তৈমুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই চিন্তা বেড়ে গিয়েছিল করিনা কপূর খানের। ভয় পেয়েছিলেন নায়িকা। সইফকে বলেছিলেন, ছেলের তো নজর লেগে যাবে! এতদিনে সে কথা শেয়ার করলেন সইফ।

Advertisement

আরও পড়ুন, কর্ণ তো ভাড়া করা সঞ্চালক মাত্র! কঙ্গনার প্রত্যাঘাত

সম্প্রতি সইফের এক সাক্ষাত্কারে তৈমুরের প্রসঙ্গ আসে। তখনই সইফ জানান, তৈমুরের ছবি ভাইরাল হওয়াতে একেবারেই খুশি হননি তাঁরা। ছোটে নবাবের কথায়, ‘‘সে সময় করিনা খুব বিরক্ত হয়েছিল। ও বলেছিল আমায়, এ সব হতে থাকলে ছেলের নজর লেগে যাবে। আমি যদিও এ সব বিশ্বাস করি না। ওকে তো লুকিয়ে আড়ালে রাখার কোনও পরিকল্পনা নেই। দেখুন, ও জন্মের আগে থেকেই খবরে রয়েছে। আর জন্মের পর থেকে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এখন আমাদের সামনে কঠিন সময় ওকে ভাল করে বড় করে তুলতে হবে। যাতে ও সহজভাবে কোনও অহঙ্কার না রেখে সকলের সঙ্গে মিশতে পারে সেটা শেখাতে হবে।’’

Advertisement

তৈমুর আলি খান। ছবি: টুইটারের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement