রণবীর-ক্যাটের ব্রেক আপের কথা আগেই জানতেন করিনা!

করিনা কপূরই প্রথম ‘কফি উইথ করণ’-এ এসে সবার সামনে ওঁর ভাই রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফের অ্যাফেয়ারের কথা ফাঁস করে দিয়েছিলেন। ওই টক শো-এ ক্যাটরিনাকে নিজের ‘ভাবি’ বলে সম্বোধন করেন। আর ইদানীং যখন শোনা যাচ্ছে রণবীর আর ক্যাটরিনার নাকি ব্রেক আপ হয়ে গিয়েছে তখন এই ব্যাপারে করিনা কিছু বলবেন না তা কি হতে পারে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৪
Share:

করিনা কপূরই প্রথম ‘কফি উইথ করণ’-এ এসে সবার সামনে ওঁর ভাই রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফের অ্যাফেয়ারের কথা ফাঁস করে দিয়েছিলেন। ওই টক শো-এ ক্যাটরিনাকে নিজের ‘ভাবি’ বলে সম্বোধন করেন। আর ইদানীং যখন শোনা যাচ্ছে রণবীর আর ক্যাটরিনার নাকি ব্রেক আপ হয়ে গিয়েছে তখন এই ব্যাপারে করিনা কিছু বলবেন না তা কি হতে পারে?
সম্প্রতি একটি টক শো-তে করিনাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন “রণবীর আমার সঙ্গে এ ব্যাপারে আগেই কথা বলেছে। কিন্তু এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার। তাই আমি এ নিয়ে মিডিয়ার সামনে কিছু বলতে পারবো না। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। এবং সব সময় ওঁর পাশে থাকবো। জীবনে যা কিছু ভাল ও যেন তার সবটাই পায়।”
রণবীর-ক্যাটের ব্রেক আপের ব্যাপারে নিজের মতামত না জানালেও ভাইয়ের সম্পর্কের টানাপড়েনের খবর যে তাঁর কাছে আগে থেকেই ছিল সেটা স্পষ্ট করে দিলেন করিনা কপূর খান।

Advertisement

আরও পড়ুন...

Advertisement

‘আমি সিঙ্গল’, রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক ক্যাট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement