Entertainment News

সইফ-তৈমুরের বন্ডিং কেমন? শেয়ার করলেন করিনা

প্রায় দু’মাস হল মা হয়েছেন করিনা কপূর খান। এর মধ্যেই পোস্ট প্রেগন্যান্সির পর ওজন ঝরিয়ে র‌্যাম্পে হাঁটলেন বেবো। সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে দেখা গেল তাঁকে। সেখানেই শেয়ার করলেন সইফ-তৈমুরের বন্ডিংয়ের অন্দরের গল্প।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৮
Share:

তৈমুরকে নিয়ে প্রকাশ্যে সইফ-করিনার প্রথম ছবি।— টুইটারের সৌজন্যে।

প্রায় দু’মাস হল মা হয়েছেন করিনা কপূর খান। এর মধ্যেই পোস্ট প্রেগন্যান্সির পর ওজন ঝরিয়ে র‌্যাম্পে হাঁটলেন বেবো। সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে দেখা গেল তাঁকে। সেখানেই শেয়ার করলেন সইফ-তৈমুরের বন্ডিংয়ের অন্দরের গল্প।

Advertisement

আরও পড়ুন, মা হওয়ার পর কী ভাবে রোগা হচ্ছেন করিনা?

র‌্যাম্প সেরে করিনা বলেন, ‘‘আমি খুব লাকি। হাজব্যান্ড হিসেবে সইফ আমাকে দারুণ সাপোর্ট করে। এই মুহূর্তে ও তৈমুরের দেখভাল করছে। সে জন্যই তো আমি এখানে আসতে পারলাম।’’ করিনা আরও জানান, তাঁর জীবন এখন তাঁরই অভিনীত ছবি ‘কি অ্যান্ড কা’-এর চিত্রনাট্যের মতো। ওই ছবিতে দেখানো হয়েছিল করিনা বাইরে কাজ করেন। আর সংসার সামলান তাঁরা পর্দার স্বামী অর্জুন কপূর। ঠিক সে ভাবেই নাকি এখন যাবতীয় দায়িত্ব ভাগ করে নিয়েছেন তিনি আর সইফ। করিনা বাইরে কাজে ব্যস্ত থাকলে তৈমুরকে সময় দেন সইফ। এমনকী রাতে উঠে ছেলের ডায়াপারও চেঞ্জ করে দেন ছোটে নবাব। আবার সইফের ব্যস্ততা থাকলে ছেলের দায়িত্ব করিনার। করিনার মতে, ‘‘ঠিক এ ভাবেই প্রত্যেক পুরুষের স্ত্রীদের সঙ্গে সব দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত।’’

Advertisement

আরও পড়ুন, বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সানিকে দেখে ফেলেছিলেন বাবা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement