মা হতে চান করিনা, তবে...

অবশ্যই মা হতে চান, কিন্তু এখনই নয়— এই বাক্যটি এই উপমহাদেশের অধিকাংশ সদ্যবিবাহিত মহিলার মনের কথা। এ বার এই স্লোগানে গলা মেলালেন করিনা কপূর খানও। সম্প্রতি বেগম সাহেবা মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু তা যে এখনই নয় তাও মনে করিয়ে দিয়েছিন বেবো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০০:০০
Share:

অবশ্যই মা হতে চান, কিন্তু এখনই নয়— এই বাক্যটি এই উপমহাদেশের অধিকাংশ সদ্যবিবাহিত মহিলার মনের কথা। এ বার এই স্লোগানে গলা মেলালেন করিনা কপূর খানও। সম্প্রতি বেগম সাহেবা মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু তা যে এখনই নয় তা-ও মনে করিয়ে দিয়েছিন বেবো।

Advertisement

২০১২-তে ছোটে নবাব সেফ আলি খানের সঙ্গে বিয়ে হয় করিনার। তার আগে পাঁচ বছরের প্রেম পর্ব চলেছিল দম্পতির। বিয়ের পরে করিনার সিনে-কেরিয়ার থমকে থাকেনি। সমান তালে তিনি অভিনয় চালিয়ে গিয়েছেন। বিবাহিত জীবন আর অভিনয়ের মধ্যে সত্যিই ভারসাম্য রেখে চলেছেন তিনি। এই ভারসাম্যকে বজায় রাখতেই সম্ভবত করিনা তাঁর মাতৃত্বের বিষয়টি দু’তিন বছর পিছিয়ে দিতে চাইছেন বলে জোর গুঞ্জন বলিউডে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement