Entertainment News

করিশ্মা শেয়ার করলেন তাঁর বিকিনি লুক

আবার কি সিনে দুনিয়ায় ফিরবেন করিশ্মা? এ প্রশ্ন বলি মহলের একটা বড় অংশের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ১০:২৫
Share:

করিশ্মা কপূর।— ফাইল চিত্র।

ফিল্মি দুনিয়ায় তাঁকে দীর্ঘদিন দেখা যায় না। তবে লাইমলাইটে রয়েছেন। কখনও ব্যক্তিগত জীবন আবার কখনও স্টাইল স্টেটমেন্টের কারণে ফোকাসে থাকেন করিশ্মা কপূর। সোশ্যাল মিডিয়ায়তেও অ্যাকটিভ থাকেন নায়িকা। সম্প্রতি ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই কালো বিকিনি পরা নিজের একটি ছবি ওয়েব ওয়ার্ল্ডে শেয়ার করেছেন নায়িকা। তারপর থেকেই তা অনুরাগীদের পছন্দের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছে।

Advertisement

আরও পড়ুন, সন্তানদের ফিল্মি কেরিয়ারে কেন আপত্তি সিংহভাগ অভিনেতার?

আবার কি সিনে দুনিয়ায় ফিরবেন করিশ্মা? এ প্রশ্ন বলি মহলের একটা বড় অংশের। ইন্ডাস্ট্রির জল্পনা ছিল, ‘জুড়ুয়া ২’ দিয়ে কামব্যাক হবে তাঁর। ১৯৯৭-এ তাঁরই ছবি ‘জুড়ুয়া’র সিকুয়েল নাকি তৈরি হবে। তবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও মুখ খোলেননি কেউ।

Advertisement

দিন কয়েক আগেই সংবাদ সংস্থাকে করিশ্মা বলেন ‘‘আমি জীবনে কোনও কিছু নিয়েই পরিকল্পনা করিনি। সুতরাং এই মুহূর্তে ছবিতে অভিনয় করার কোনও পরিকল্পনা নেই। কিন্তু কিছুই বলা যায় না। দেখা যাক কী হয়…।’’ 🌞🌴😎

🌞🌴😎

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement