Aashiqui 3

বদলে গেল ছবি! কার্তিক আরিয়ানের উথালপাথাল প্রেম এ বার ‘কিসিক গার্ল’-এর সঙ্গে

শ্রীলীলা ‘ইন’, তৃপ্তি ডিমরি ‘আউট’! অনুরাগ বসুর নয়া চমকে মাত বলিউড। হিন্দি ছবির দুনিয়া জয়ে দক্ষিণী অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৮
Share:

শ্রীলীলার বাহুডোরে বন্দি কার্তিক আরিয়ান। ছবি: ফেসবুক।

'একে তো ফাগুন মাস, দারুণ এ সময়...' তার উপর সদ্য প্রেম দিবস গিয়েছে। বাতাসে ভরপুর ভালবাসার গন্ধ। এমন পরিবেশে কার্তিক আরিয়ান-শ্রীলীলাকে জুটি বানিয়ে উপহার দিলেন পরিচালক অনুরাগ বসু। তাঁর ‘আশিকী ৩’ এখন ‘টক অফ দ্য টাউন’। তৃপ্তি ডিমরিকে সরিয়ে ‘পুষ্পা ২’-এর ‘কিসিক গার্ল’কে এনে বাজিমাত করেছেন তিনি। রাহুল রায়-অনু আগরওয়াল পরিচালক মহেশ ভট্টের হাত ধরে রুপোলি পর্দায় যে উথালপাথাল প্রেমের গল্প বলা শুরু করেছিলেন, সিদ্ধার্থ রায় কপূর-শ্রদ্ধা কপূর হয়ে সেই ব্যাটন এ বার কার্তিক-শ্রীলীলার হাতে। ছবির প্রথম প্রচার ঝলক বলছে, মুক্তির আগেই পরিচালকের ছবি হিট! হিট নয়া জুটিও। অন্তত দর্শকের তাই অনুমান।

Advertisement

এলোমেলো চুল, একমুখ দাড়ি-গোঁফ, হাতে গিটার। আলো-আঁধারিতে কার্তিক গেয়ে উঠেছেন একদা ভীষণ চেনা গান, ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। ছবির প্রথম ঝলকে কোথাও ছবির নাম লেখা নেই! গানে গানে কার্তিক জানিয়েছেন, ‘তুহি প্যায়ার তুহি চাহত... তুহি আশিকী হ্যায়’। প্রীতম দায়িত্ব নিয়ে পুরনো গান নতুন করে এই প্রজন্মকে ফিরিয়ে দিয়েছেন। ঝলকে জুটির বিন্দু বিন্দু ‘আশিকী’ ম-ম করেছে। গুলশন কুমার আর টি সিরিজ়ের উত্তরাধিকারী ভূষণ কুমার এ ভাবেই ফিরিয়ে এনেছেন ‘নব্বই নটআউট’।

এই একটি ঝলক এত দিন ধরে চলতে থাকা গুঞ্জনে ইতি টেনেছে। এর আগে শোনা যাচ্ছিল, অনুরাগের নাকি তৃপ্তিকে পছন্দ। কারণ, ‘অ্যানিমেল’ ছবির দৌলতে অভিনেত্রী তখন চর্চায়। এর পরেই মুক্তি পায় ‘ভুলভুলাইয়া ৩’। সেখানেও কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি। ফলে, তাঁকে আরও একবার অভিনেতার বিপরীতে দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক। আবার সিনেবোদ্ধাদের মতে, দুটো ছবিতে তৃপ্তির লাস্য, জৌলুস নাকি এতটাই ব্যবহৃত যে পরে অনুরাগ তাঁর সিদ্ধান্ত পাল্টে ফেলেন। বদলে অল্লু অর্জুনের সঙ্গে ‘আইটেম ডান্স’-এ নজরে আসা শ্রীলীলাকে বেছে নেন তিনি। এই ছবি দিয়ে বলিউড জয় করতে চলেছেন।

Advertisement

অনুরাগের সিদ্ধান্ত যে সঠিক, তার প্রমাণ রাতারাতি ভাইরাল হওয়া ‘আশিকী ৩’-এর ঝলক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement