Television

‘রানিমা’র জয় অব্যাহত, ‘মোহর’ দ্বিতীয়, এগিয়ে এল ‘কৃষ্ণকলি’

‘জয় ভবতারিণী’ বলে যদি আগামী সপ্তাহেও ‘রানিমা’র জয় অব্যাহত থাকে তা হলে হ্যাট্রিক ঠেকায় কে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ১৯:২১
Share:

‘রানিমা’র ভূমিকায় দিতিপ্রিয়া।

‘জয় ভবতারিণী’ বলে যদি আগামী সপ্তাহেও ‘রানিমা’র জয় অব্যাহত থাকে তা হলে হ্যাট্রিক ঠেকায় কে? এই নিয়ে পরপর দু’সপ্তাহ রাণী রাসমণি প্রথম। এ সপ্তাহে তার সংগ্রহে ৯.৫ পয়েন্ট। গত সপ্তাহের মত এ বারেও দ্বিতীয় স্থান দখলে ‘মোহর’-এর। সে পেয়েছে ৯। তৃতীয় স্থান নিয়ে দড়ি টানাটানি চলেছে। জোড়া তৃতীয় ‘শ্রীময়ী-খড়কুটো’। দু’জনেই পেয়েছে ৮.৭। বেশ কয়েকটি সপ্তাহ পরে ষষ্ঠ স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে ‘কৃষ্ণকলি’। গল্পের নয়া মোড়ই কি ভাগ্য বদলে দিচ্ছে মেগার? ‘নিখিল-শ্যামা’ জুটির সংগ্রহে ৮.২। পঞ্চম স্থানও জোড়া মেগার দখলে। ৮ পেয়ে এই স্থানে ‘যমুনা ঢাকি’, ‘সাঁঝের বাতি’।

সব মিলিয়ে ভাল ফল জি বাংলার। বাকিরা কে, কোথায়? দেখে নিন চার্ট----

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন