Bollywood

‘স্মিতা পাটিল পুরস্কার’ ক্যাটরিনাকে, হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

২০১৬-এর স্মিতা পাটিল পুরস্কার পেলেন ক্যাটরিনা কইফ। আর এই নিয়ে তোলপাড় গোটা দেশ। চাপা গুঞ্জন, হাসি ঠাট্টা এমনকী সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপও শুরু হয়েছে এই নিয়ে। ১৯৮৪ সাল থেকে শুরু হয় এই স্মিতা পাটিল পুরস্কার। মোটামুটি ভাবে বলিউডের অভিনেত্রীরাই এই পুরস্কার পেয়ে থাকেন। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ক্যাটরিনা কইফের নাম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৬
Share:

২০১৬-এর স্মিতা পাটিল পুরস্কার পেলেন ক্যাটরিনা কইফ। আর এই নিয়ে তোলপাড় গোটা দেশ। চাপা গুঞ্জন, হাসি ঠাট্টা এমনকী সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপও শুরু হয়েছে এই নিয়ে।

Advertisement

১৯৮৪ সাল থেকে শুরু হয় এই স্মিতা পাটিল পুরস্কার। মোটামুটি ভাবে বলিউডের অভিনেত্রীরাই এই পুরস্কার পেয়ে থাকেন। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ক্যাটরিনা কইফের নাম। আর সেটাই মেনে নিতে পারছেন না দেশের আম জনতা থেকে সেলিব্রিটি মহলের অনেকেই। শ্রীদেবী, মণীষা কৈরালা, তব্বু, ঊর্মিলা মাতন্ডকর, ঐশ্বর্যা রাই বচ্চন, বিদ্যা বালন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা এই পুরস্কার পেয়েছেন। এ বার ক্যাটরিনার নাম এই তালিকায় যুক্ত হওয়ায় প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন অনেকেই।

এ প্রসঙ্গে টুইট করে একজন বলেছেন, “ক্যাটরিনা কইফের ‘স্মিতা পাটিল পুরস্কার’ পাওয়া সাজিদ খানের অস্কার পাওয়ারই সামিল!” আরও কয়েক ধাপ এগিয়ে আর একটি টুইট বলেছে, “ক্যাটরিনা শুধু একবারই অভিনয় করেছেন। বলিউডে কাজ পাওয়ার জন্য সলমন খানের সঙ্গে প্রেমের অভিনয়!”

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার ‘স্মিতা পাটিল পুরস্কার’ পাওয়া নিয়ে জোর বিতর্ক চলছে। চলছে ব্যাপক রসিকতাও।

আরও দেখুন...
ক্যাটির পুরস্কার পাওয়ায় টুইটারে বিতর্কের ঝড়
দূর্গা পূজার আগাম শুভেচ্ছা আনন্দ উৎসবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement