ফের শ্যুটিং, লাটাগুড়িতে কৌশিক

লাটাগুড়িতে আবার শোনা যাবে লাইট, সাউন্ড, অ্যাকশন বলছেন কোনও নির্দেশক। অরিন্দম শীলের ব্যোমকেশ পর্ব নিয়ে চলতি বছরে প্রবল বিতর্কে জড়িয়ে গিয়েছিল লাটাগুড়ি। দুর্গাপুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে লাটাগুড়িরই একটি ক্লাবের কর্মকর্তা সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অরিন্দম।

Advertisement

সব্যসাচী ঘোষ

মালবাজার শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০২:৪৯
Share:

লাটাগুড়িতে কৌশিক গঙ্গোপাধ্যায়।— নিজস্ব চিত্র

লাটাগুড়িতে আবার শোনা যাবে লাইট, সাউন্ড, অ্যাকশন বলছেন কোনও নির্দেশক।

Advertisement

অরিন্দম শীলের ব্যোমকেশ পর্ব নিয়ে চলতি বছরে প্রবল বিতর্কে জড়িয়ে গিয়েছিল লাটাগুড়ি। দুর্গাপুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে লাটাগুড়িরই একটি ক্লাবের কর্মকর্তা সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অরিন্দম। লাটাগুড়িতে ক্ষোভ, অভিমানও ছড়িয়েছিল। প্রশ্ন উঠেছিল ডুয়ার্সের অন্যতম আকর্ষণ লাটাগুড়িতে এরপর বড় ধরনের শুটিং-এর দল আর আসবে কি না তা নিয়েও। কিন্তু সেই সংশয় কাটিয়েই ডুয়ার্সে হাজির হলেন বাংলা সিনেমার আর এক সেরা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার কৌশিক এবং তাঁর ইউনিটের অন্যান্যরা লাটাগুড়ির বেশ কিছু এলাকা ঘুরে দেখে যান। জলঢাকার পাড় লাগোয়া রামসাই, গরুমারা জঙ্গল লাগোয়া এবং ভিতরের বেশ কিছু এলাকা এদিন ঘুরে দেখেন কৌশিক।

সিনেমার নাম, বিষয়, কোন কোন তারকা অভিনয় করছেন, সে সব কোনও কিছুই জানাতে চাননি তিনি। শুধু জানিয়ে গেলেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই লম্বা দিন নিয়ে লাটাগুড়িতে সদলবলে হাজির হচ্ছেন তিনি। আর কৌশিকের এই ঘোষণাতেই লাটাগুড়িতে খুশির হাওয়া বয়ে গিয়েছে।

Advertisement

লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অরিন্দম শীলের সঙ্গে লাটাগুড়ির বিতর্কে জড়িয়ে যাওয়ায় সব থেকে বেশি উদ্বেগে পড়ে গিয়েছিল। শুটিং ইউনিটের মতো বড় দল দীর্ঘ দিন এক জায়গায় থাকলে এক দিকে যেমন এলাকার অর্থনীতিতে তার ভাল প্রভাব পড়ে, তেমনই সিনেমা মুক্তির পর তা জনপ্রিয় হলে পর্যটন কেন্দ্রেরও সুনাম বাড়ে। সব মিলিয়ে তাই উদ্বেগ কাটিয়ে ফের খুশিই ছড়িয়ে পড়েছে সংগঠনের কর্মকর্তাদের মুখে।

অ্যাসোসিয়েশনের সচিব দিব্যেন্দু দেব বললেন, ‘‘লাটাগুড়ির জন্যে এটা খুবই আনন্দের খবর। কৌশিকবাবুকে সব রকম সাহায্য করতে আমরা প্রস্তুত।’’ লাটাগুড়ির পঞ্চায়েত সমিতির সদস্যা তথা তৃণমূল নেত্রী মহুয়া গোপও উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘‘আমরা সকলেই কৌশিকবাবুর গুণগ্রাহী। ওঁর চোখ দিয়ে অন্য ভাবে লাটাগুড়ি উঠে আসুক, সেটা আমরাও চাই। ব্যোমকেশ নিয়ে যা ঘটেছে, তা একটি বিচ্ছিন্ন ঘটনাই ছিল। ফের যে টলিউড লাটাগুড়িমুখী হচ্ছে এটা জেনেই ভাল লাগছে।’’ বাস্তুশাপ থেকে খাদ কিংবা শব্দ থেকে জ্যাকপট সব ক্ষেত্রেই ডুয়ার্স, নদী আর জঙ্গল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে উঠে এসেছে। বেশ কিছু টেলিফিল্মেও ডুয়ার্স প্রাধান্য পেয়েছে। এ বার আরও একবার সেই আশাতেই তাই কৌশিকের দিকে তাকিয়ে লাটাগুড়ি-সহ ডুয়ার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন